চিলি চিকেন (chilli chicken recipe in Bengali)

Nabanita Mondal Chatterjee
Nabanita Mondal Chatterjee @cook_nabanita
Amta, Howrah

#GA4
#Week13
চিলি চিকেন এর সাথে হাতে গড়া রুটি জমজমাট মেনুটি খাদ্য তালিকায় রাখতে পারেন।

চিলি চিকেন (chilli chicken recipe in Bengali)

#GA4
#Week13
চিলি চিকেন এর সাথে হাতে গড়া রুটি জমজমাট মেনুটি খাদ্য তালিকায় রাখতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
১০জন
  1. ১ কেজি মুরগির ব্রেস্ট ছোট চৌকো করে কাটা।
  2. ১ টেবিল চামচ রসুন বাটা
  3. ২ টেবিল চামচ আদা বাটা
  4. ১ টি মাঝারি সাইজের পেঁয়াজ বাটা
  5. ২ টেবিল চামচ ধনেপাতা বাটা
  6. ১ টেবিল চামচ ভাজা গুঁড়া মসলা
  7. ২ টেবিল চামচ পুদিনাপাতা বাটা
  8. ২ টেবিল চামচ পাতিলেবুর রস
  9. ১ টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা
  10. ২ টি হাঁসের ডিম
  11. ১০০ গ্রাম কর্নফ্লাওয়ার
  12. স্বাদমতোনুন
  13. পরিমাণমতো তেল
  14. গ্রেভির জন্য
  15. ৪-৫ টি মাঝারি পেঁয়াজ ডুমো করে কাটা
  16. ১০-১২ টি চিরে রাখা কাঁচা লঙ্কা
  17. ১ টি সবুজ ক্যাপ্সিকাম
  18. ১ টি রেড বেল পেপার
  19. ১ টি ইয়েলো বেলপেপার
  20. ১/২ কাপ সয়া সস
  21. ১/২ কাপ টমেটো সস
  22. ১/২ কাপ রেড চিলি সস
  23. ১/২ চা চামচ রসুন বাটা
  24. ১ চা চামচ রসুন কোচানো
  25. ১ টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি
  26. ১/২ টেবিল চামচ আদা বাটা
  27. ১ চা চামচ লঙ্কার গুঁড়ো
  28. প্রয়োজন মতজল
  29. ২ টেবিল চামচ সাদা তেল
  30. ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    প্রথমে মুরগির মাংস পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে লেবুর রস মাখিয়ে রাখুন।

  2. 2

    তারপর মাংসের মধ্যে রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা ধনেপাতা বাটা পুদিনাপাতা বাটা কাঁচা লঙ্কা বাটা স্বাদমতো নুন ও ভাজা মসলা মাখিয়ে কমপক্ষে ৩০মিনিট রেখে দিন।

  3. 3

    তারপর এর মধ্যে হাঁসের ডিম ও কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এবার কড়াইতে তেল গরম করে পকোড়া ভেজে নিন।

  4. 4

    এবার ভাজা তেল তুলে রাখুন। কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল দিন। এবার ৩ রকম ক্যাপ্সিকাম কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা ফ্রাই করে নিন।এরপর এর মধ্যে আদা বাটা রসুন বাটা ও গুঁড়া লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে কাঁচালঙ্কা দিয়ে দিন।

  5. 5

    এবার এর মধ্যে পরিমাণমতো জল ও সস দিয়ে মিশিয়ে নিন। জলের পরিমাণ বেশি হলে কিন্তু খেতে খুব একটা ভালো হবে না।

  6. 6

    এবার আগে থেকে ভেজে রাখা পকোড়া সসের মধ্যে দিয়ে হালকা ফুটিয়ে নিন।কর্ণফ্লাওয়ার জলে গুলে এর মধ্যে দিলে থকথকে হয়ে যাবে। তখন ওপর থেকে কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। আপনারা চাইলে এতে সাদা তিল ব্যবহার করতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nabanita Mondal Chatterjee
Amta, Howrah

Similar Recipes