হায়দ্রাবাদী চিকেন বিরিয়ানি(Hydrabadi chicken biryani recipe in Bengali)

Susmita Mondal Kabiraj
Susmita Mondal Kabiraj @cook_20739126
নিউটাউন

#GA4
#week13
হয়দ্রাবাদী শব্দটি নিয়ে এই রেসিপি টি তৈরি করেছি। বিরিয়ানি কে না ভালোবাসে? আসা করছি রেসিপি টিও ভালো লাগবে

হায়দ্রাবাদী চিকেন বিরিয়ানি(Hydrabadi chicken biryani recipe in Bengali)

#GA4
#week13
হয়দ্রাবাদী শব্দটি নিয়ে এই রেসিপি টি তৈরি করেছি। বিরিয়ানি কে না ভালোবাসে? আসা করছি রেসিপি টিও ভালো লাগবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

2ঘন্টা
2 সারভিংস
  1. ৪০০ গ্রাম বাসমতী চাল
  2. ৪টে বড় আলু
  3. ১০টা পেঁয়াজ
  4. 2টেবিল চামচ বিরিয়ানি মশলা
  5. ১/২চা চামচ গোলাপ জল
  6. ২ফোঁটা মিঠা আতর
  7. স্বাদমতোনুন
  8. ১চা চামচ গরম মশলা
  9. ১/২কাপ ঘি
  10. ৫০০গ্রাম চিকেন
  11. প্রয়োজন মত সর্ষের তেল
  12. ১চা চামচ আদা বাটা
  13. ২চা চামচ রসুন বাটা
  14. 2 চামচলঙ্কাবাটা
  15. ৪চা চামচ টকদই
  16. প্রয়োজন অনুযায়ীকেশর দুধ

রান্নার নির্দেশ সমূহ

2ঘন্টা
  1. 1

    প্রথমে লাল করে আলু ভেজে নেব। এবার পেঁয়াজ কুঁচি করে বেরেস্তা তৈরি করে নেব।কড়াই এ সাদা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে বেশ কড়া করে বেরেস্তা তৈরি করে নেব।

  2. 2

    ভাতের জল চাপিয়ে তাতে নুনএকটি সাদা কাপড়ে এলাচ,দারুচিনি,লবঙ্গ,তেজপাতা দুটো বেঁধে সামান্য সাদা তেল দিয়ে দেব।জল ফুটে উঠলে চাল ছেড়ে হাফ সেদ্ধ হয়ে এলে নামিয়ে নেব।

  3. 3

    এরপর চিকেন তৈরি করে নেব।চিকেন ধুয়ে এতে একে একে নুন,দই,আদা,ধনে,জিরে,লঙ্কা বাটা,পেঁয়াজ বাটা,রসুন বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে ৩০ মিনিট রাখবো। তারপর করাই এ ম্যারিনেট করা চিকেন পিস গুলো কে ভালো করে কষিয়ে নিয়ে বিরিয়ানি মশলা দিয়ে দেবো।

  4. 4

    বিরিয়ানি সাজানোর জন্য প্রথমে হাঁড়িতে বেশি করে ঘি মাখিয়ে নেব।এতে সাদা ভাত দিয়ে তার উপর আলু ভাজা,বেরেস্তা,বিরিয়ানি মশলা, সামান্য নুন,চিনি,গোলমরিচ গুঁড়ো,চিকেন দিয়ে দেব। এইভাবে ২ টো ধাপ তৈরি করবো।উপরে সাদা ভাত দিয়ে তাতে বেরেস্তা,গোলাপ জল,কাওড়া জল,মিঠা আতর,কেশর দুধ উপর থেকে ঢেলে দেব, তারপর হাঁড়ি টিকে ঢাকনা দিয়ে ও সিল করে গ্যাসে চাপিয়ে 20-25 মিনিট রেখে দেব মিডিয়াম আঁচে।

    20 মিনিট পর তৈরি সুস্বাদু হায়দরাবাদী চিকেন বিরিয়ানি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Susmita Mondal Kabiraj
Susmita Mondal Kabiraj @cook_20739126
নিউটাউন

মন্তব্যগুলি (3)

Similar Recipes