ভেজিটেবল ব্রেড পিনহুইল্স(Vegetable bread pinwheels recipe in Bengali)

Sanchita Das
Sanchita Das @cook_SanchitaDas30
Bhubaneswar

#উত্তর বাংলার রান্নাঘর

ভেজিটেবল ব্রেড পিনহুইল্স(Vegetable bread pinwheels recipe in Bengali)

#উত্তর বাংলার রান্নাঘর

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫ মিনিট
৪ জনের জন্য
  1. ২ কাপ ময়দা
  2. ২ চা চামচইস্ট
  3. ১ চা চামচ চিনি
  4. স্বাদমতোলবণ
  5. প্রয়োজন অনুযায়ীতেল
  6. ১/২ চা চামচপাঁচফোড়ন
  7. ১ চা চামচরসুন কুচি
  8. ১ টাপেঁয়াজ কুচি
  9. ১ টি আলু টুকরো করা
  10. ১ কাপফুলকপি টুকরো
  11. ১ কাপবাঁধাকপি কুচি
  12. ১ টিগাজর কুচি
  13. ২ টিকাঁচা লঙ্কা কুচি
  14. ১/৩ কাপ বিন্স কুচি
  15. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  16. ১/৩ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
  17. ১ টিটোম্যাটো কুচি
  18. ১/২ চা চামচ চাট মশলা
  19. ১ টেবিল চামচবাটার

রান্নার নির্দেশ সমূহ

৩৫ মিনিট
  1. 1

    একটা বাটিতে ময়দা, লবণ, চিনি, ইস্ট দিয়ে মিশিয়ে অল্প অল্প ঈষদুষ্ণ জল দিয়ে দিয়ে সফ্ট ডো বানাতে হবে। সামান্য তেল মাখানো বাটিতে ডো তে সামান্য তেল মাখিয়ে ১ঘন্টা ঢেকে রাখতে হবে।

  2. 2

    কড়াইতে ১.৫ টেবিল চামচ তেল গরম করে তাতে পাঁচফোড়ন দিয়ে নেড়েচেড়ে রসুন কুচি দিয়ে ১৫ সেকেন্ড পর পেঁয়াজ কুচি দিয়ে ৩০ সেকেন্ড নেড়েচেড়ে আলু দিতে হবে।

  3. 3

    এবার ফুলকপি, গাজর কুচি,বিন্স কুচি দিয়ে ২ মিনিট পর লবণ হলুদ গুঁড়ো লাল লংকা গুঁড়ো দিয়ে ১ মিনিট পর টোম্যাটো কুচি দিয়ে ঢেকে ঢেকে কম ও মাঝারি আঁচে ৩ মিনিট রান্না করতে হবে।

  4. 4

    বাঁধাকপি কুচি দিয়ে আবার অল্প লবণ দিয়ে কষাতে হবে ২ মিনিট। সব্জী সেদ্ধ হয়ে গেলে চাট মশলা দিয়ে মিশিয়ে নিতে হবে।

  5. 5

    থালায় পুরটা ঢেলে ঠান্ডা করতে হবে।

  6. 6

    ময়দা ডো আবার মেখে নিতে হবে ৩০ সেকেন্ড। অল্প আটা ছড়িয়ে নিয়ে লম্বা করে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে।

  7. 7

    এক একটি টুকরো লম্বাটে বেলে পুর ভরে মুড়ে পিনহুইল করে নিতে হবে।

  8. 8

    তেল লাগানো ট্রেতে পিনহুইলগুলো বসিয়ে পাতলা কাপড় দিয়ে ১৫ মিনিট ঢেকে রাখতে হবে। অল্প বাটার ব্রাশ করে নিতে হবে। প্রিহিটেড ওভেনে কনভেকশন মোডে ১৮০°© এ ২৫ মিনিট বেক করতে হবে। অল্প বাটার ব্রাশ করে ২০ মিনিট ঢেকে রাখতে হবে। পরিবেশনের জন্য প্রস্তুত।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sanchita Das
Sanchita Das @cook_SanchitaDas30
Bhubaneswar

Similar Recipes