স্টাফিং ম্যাংগো ব্রেড(Stuffing Mango Bread recipe in Bengali)

RAKHI BISWAS
RAKHI BISWAS @ponka

#ম্যাঙ্গোম্যানিয়া
আমের মৌসুমে আমি কাঁচা আমের সাথে অন্যান্য উপকরণ মিশিয়ে পুর বানিয়ে নিয়ে গ্যাসে আমের আকারে ব্রেড তৈরি করেছি.

স্টাফিং ম্যাংগো ব্রেড(Stuffing Mango Bread recipe in Bengali)

#ম্যাঙ্গোম্যানিয়া
আমের মৌসুমে আমি কাঁচা আমের সাথে অন্যান্য উপকরণ মিশিয়ে পুর বানিয়ে নিয়ে গ্যাসে আমের আকারে ব্রেড তৈরি করেছি.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

3 জন
  1. 1 কাপময়দা
  2. 1 চা চামচইস্ট
  3. 3টেবিল চামচ চিনি
  4. স্বাদমতোলবণ
  5. 4টেবিল চামচ তেল
  6. 2 ফোঁটাহলুদ ফুড কালার
  7. পরিমাণ মতো জল
  8. আমের পুরের উপকরণ
  9. 1 টিছোট সাইজের কাঁচা আম
  10. 1 টিআলু
  11. 1 টিগাজর
  12. 1/2 চা চামচআদা গ্রেট করা
  13. 1 টিকাঁচালঙ্কা গ্রেট করা
  14. 1 চা চামচশুকনা তাওয়ায় ভাজা গুরো মশলা (ধনে, জিরা, মৌরি)
  15. 1/2 চা চামচচিলি ফ্লেক্স
  16. স্বাদমতোলবণ
  17. 1/2 চা চামচপরিমান মত হলুদ গুঁড়ো
  18. 1/4 চা চামচসাম্বার মসলা
  19. 1টেবিল চামচ চিনি
  20. 1.5টেবিল চামচ তেল
  21. 1/4 চা চামচপাঁচফোড়ন
  22. অন্যান্য উপকরণ
  23. প্রয়োজনমতো বাটার /ঘি
  24. 1 কাপলবণ
  25. পরিমাণ মতকড়াই,ঢাকনা
  26. 1 টিস্ট্যান্ড

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    1/2 কাপ উষ্ণ জলে 1 টেবিল চামচ চিনি মিশিয়ে নিতে হবে. এরপর ইস্ট দিয়ে দিতে হবে. এইভাবে রেখে দিতে হবে 15 মিনিটের জন্য. ময়দার মধ্যে লবণ আর 2 টেবিল চামচ চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে.15 মিনিট পর ইস্ট ভাল করে মিশিয়ে নিতে হবে. এবার ময়দার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে নরম করে মেখে নিতে হবে.2 টেবিল চামচ তেল দিয়ে 10 -15 মিনিট ধরে মাখতে হবে. একটু পরে এই অবস্থায় একটি এয়ারটাইট পাত্রে ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে 2-3 ঘন্টার জন্য. উপরে একটু তেল মাখিয়ে রাখতে হবে.

  2. 2

    পুরো বানানোর জন্য প্রথমে আম, আলুর খোসা ছাড়িয়ে নিতে হবে.আম,আলু, গাজর সেদ্ধ করে নিতে হবে. কড়াইতে তেল গরম করে পাঁচ ফোড়ন দিতে হবে. ফোরণগুলো ফুটে উঠলে আদা,কাঁচা লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আলু আর গাজর হাত দিয়ে সামান্য ভেঙে নিয়ে কড়াইতে দিয়ে দু মিনিটের জন্য নাড়তে হবে. এবার এরমধ্যে হলুদ ও লবণ, আম দিয়ে নাড়তে হবে.

  3. 3

    এবার এর মধ্যে চিনি, সাম্বার মসলা দিয়ে আরো দু মিনিট ভেজে নিয়ে অনবরত নাড়তে হবে. এবার ভাজা মসলা আর চিলি ফ্লেক্স দিয়ে 1 মিনিটের মত নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে.

  4. 4

    3 ঘন্টা পরে ময়দাটা যখন ফুলে উঠবে তখন এর মধ্যে ফুড কালার মিশিয়ে নিয়ে পরিমাণ মতো শুকনো ময়দা দিয়ে আর একটু মেখে নিতে হবে. এবারে এরমধ্যে আরও 2 টেবিল চামচ তেল দিয়ে আরও 15 মিনিটের জন্য হাতের তালুর সাহায্যে ভালো করে মাখতে হবে. এবার বড় বড় করে লেচি বানিয়ে এর মধ্যে কিছুটা করে আমের পুর ঢুকিয়ে ভাল করে মুখটা বন্ধ করে আমের আকার করে গড়ে নিতে হবে. এবার যে পাত্রে বেক করা হবে সেই পাত্রে তেল মাখিয়ে আমগুলো রাখতে হবে. এবার ওপর থেকে তেল ব্রাশ করে 40 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে.

  5. 5

    40 মিনিট পর একটা কড়াই বসিয়ে লবণ দিয়ে তারপর একটি স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে 5- 7 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করতে হবে. এবার ব্রেড গুলোর উপরে মাখন/ ঘি দিয়ে ব্রাশ করে বেক করা পাত্রের উপর রাখতে হবে. ব্রাশ করা হয়ে গেলে কড়াইয়ের ঢাকনা খুলে স্ট্যান্ডের উপর ব্রেডের পাত্রটি বসিয়ে লো আচে 30-35 মিনিটের জন্য বেক করে নিতে হবে.

  6. 6

    প্রথম দশ মিনিট হওয়ার পর ঢাকনা খুলে ব্রেড গুলোর উপর গলানো মাখন/ঘি দিয়ে ব্রাশ করে নিতে হবে. মাঝে একটু মিডিয়াম আচ করে গ্যাসের আগুন বাড়িয়ে আবার কমিয়ে দিতে হবে. বেক হয়ে যাওয়ার পর নামিয়ে উপর থেকে একটু বাটার দিয়ে ব্রাশ করে ভিজা কাপড় দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে. 10 মিনিট পরে সসের সাথে গরম গরম পরিবেশন করতে হবে.

  7. 7
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
RAKHI BISWAS

Similar Recipes