ব্রেড উইদ  ইয়োগার্ট ভেজিটেবল টোস্ট। (bread with yogurt vegetable toast recipe in Bengali)

Lina Mandal
Lina Mandal @cook_16454668

#ক্যুইক ফিক্স ডিনার।

ব্রেড উইদ  ইয়োগার্ট ভেজিটেবল টোস্ট। (bread with yogurt vegetable toast recipe in Bengali)

#ক্যুইক ফিক্স ডিনার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

10 মিনিট।
2জন
  1. 8 পিসব্রেড
  2. 4 চা চামচসাদা তেল
  3. 2 চা চামচবাটার / মাখন
  4. 4 চা চামচদই জল ঝরানো
  5. 1/2গোলমরিচ গুঁড়ো
  6. 1 চা চামচ/স্বাদমতোবিট নুন
  7. 1 চা চামচলেবুর রস
  8. 1/2 চা চামচচাট মসলা
  9. 1টি বড় আলু সেদ্ধ করা
  10. 1টি মাঝারি টমেটো স্লাইস করে কাটা
  11. 1/3 গাজর স্লাইস করে কাটা
  12. 1টি বড় পেঁয়াজ গোল গোল করে কাটা
  13. 4টি কাঁচা লঙ্কা কুচি
  14. 1/5ছোট ক্যাপসিক্যাম খুব পাতলা করে কাটা।

রান্নার নির্দেশ সমূহ

10 মিনিট।
  1. 1

    সবজি কেটে ধুয়ে নিয়েছি।আলু সেদ্ধ করে নিয়েছি।

  2. 2

    পাত্রে সবজির মধ্যে সব মশলা লেবুর রস,চার্ট মসলা,বিটনূন,দই,গোলমরিচ মাখিয়ে নিয়েছি।

  3. 3

    কড়াইয়ে তেল দিয়ে একপিস ব্রেড দিয়ে তাতে সবজি গুলো সাজিয়ে দিয়ে উপরে আর একপিস ব্রেড দিয়ে ধীরে ধীরে খুব লো ফ্রেমে ভেজে উল্টে দিয়েছি। একই ভাবে কিছু ক্ষণ ভেজে নিয়েছি। নামিয়ে উপরে বাটার এবং গোলমরিচ গুড়ো ছড়িয়ে পরিবেশন করেছি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Lina Mandal
Lina Mandal @cook_16454668

Similar Recipes