চিকেন হরা-ভরা(chicken hara-bhara receipe in Bengali)

Probal Ghosh
Probal Ghosh @coralinfinityfoodies
kolkata

#GA4
#Week15
পঙ্চদশ সপ্তাহের ধাঁধার উত্তর থেকে আমি চিকেন বা মুরগি ও আমারান্থ বা নটেশাক্ শব্দ বেছে নিয়ে তৈরি করেছি চিকেন হরাভরা।

চিকেন হরা-ভরা(chicken hara-bhara receipe in Bengali)

#GA4
#Week15
পঙ্চদশ সপ্তাহের ধাঁধার উত্তর থেকে আমি চিকেন বা মুরগি ও আমারান্থ বা নটেশাক্ শব্দ বেছে নিয়ে তৈরি করেছি চিকেন হরাভরা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ১ কেজি চিকেন (১/২ কাপ দই, ২ টেবিল চামচ আদা বাটা, ২ টেবিল চামচ রসুন বাটা ও ২ টেবিল চামচ পেয়াজ বাটা দিয়ে ৪-৫ ঘন্টা ম্যারিনেট করা)
  2. ৫০০ গ্রাম সবুজ নটে শাক্ বাটা (সামান্য ভাপানো)
  3. ২টি তেজপাতা
  4. ২টি দারচিনি
  5. ৪-৫ টি ছোট এলাচ
  6. ২-৩ টি লবঙ্গ
  7. ১/২ কাপ চারমগজ বাটা
  8. ১/২ কাপ বেরেস্তা
  9. ১/২ কাপ ধনেপাতা কুচি
  10. ১/২ কাপ পুদিনা পাতা কুচি
  11. ২ টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা
  12. ১ টেবিল চামচ কসুরি মেথি
  13. ১ টেবিল চামচ ধনে গুঁড়ো
  14. ১ টেবিল চামচ জিরে গুঁড়ো
  15. ১ টেবিল চামচ শাহী গরম মশলা গুঁড়ো
  16. ৪ টেবিল চামচ সাদা তেল
  17. স্বাদমতোনুন

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে একটি কড়াইতে ৪ টেবিল চামচ সাদা তেল গরম করে তাতে ২টি তেজপাতা, ২টি দালচিনি, ৪-৫ টি ছোট এলাচ ও ২-৩ টি লবঙ্ ফোড়ন দিতে হবে । এরপর ১/২ কাপ দই, ২ টেবিল চামচ আদা বাটা, ২ টেবিল চামচ রসুন বাটা ও ২ টেবিল চামচ পেয়াজ বাটা দিয়ে ৪-৫ ঘন্টা ম্যারিনেট করা ১ কেজি চিকেন দিতে হবে ।

  2. 2

    এবার তাতে ১/২ কাপ চারমগজ বাটা, সামান্য ভাপানো ৫০০ গ্রাম সবুজ নটে শাক্ বাটা ও ২ টেবিল চামচ কাঁচা লংকা বাটা দিতে হবে ।

  3. 3

    তারপর ১ টেবিল চামচ ধনেগুড়ো ও ১ টেবিল চামচ জিরেগুড়ো দিয়ে একটু নাড়া-চারা করে নিতে হবে ।

  4. 4

    এরপর স্বাদমতো নুন, ১ টেবিল চামচ কসুরি মেথি ও ১ টেবিল চামচ শাহী গরম মশলা গুঁড়ো দিতে হবে ।

  5. 5

    আবার একটু নাড়া -চারা করে তাতে ১/২ কাপ ধনেপাতা কুচি ও ১/২ কাপ পুদিনা পাতা কুচি দিয়ে ১৫ মিনিট ঢেকে অল্প আঁচে রান্না করতে হবে ।

  6. 6

    ১৫ মিনিট পর ঢাকনা খুলে তাতে ১/২ কাপ বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করতে হবে চিকেন হরা-ভরা ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Probal Ghosh
Probal Ghosh @coralinfinityfoodies
kolkata

মন্তব্যগুলি

Similar Recipes