চিকেন টিক্কা বিরিয়ানি (chicken tikka biryani recipe in Bengali)

Subhasree Santra
Subhasree Santra @cook22091994
Dankuni, Hooghly, West Bengal

#GA4
#Week16
এই সপ্তাহে আমি বিরিয়ানি বেছে নিয়ে বানিয়েছি চিকেন টিক্কা বিরিয়ানি।টিক্কা এবং বিরিয়ানি দুটোরই যারা ভক্ত তাদের কাছে এই খাবারটি অমৃত।তবে এখনকার স্বাস্থ্য সচেতন মানুষের কথা মাথায় রেখে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব স্বাস্থ্যকর ভাবে কম তেল মশলা ব্যবহার করে বিরিয়ানি বানাতে।

চিকেন টিক্কা বিরিয়ানি (chicken tikka biryani recipe in Bengali)

#GA4
#Week16
এই সপ্তাহে আমি বিরিয়ানি বেছে নিয়ে বানিয়েছি চিকেন টিক্কা বিরিয়ানি।টিক্কা এবং বিরিয়ানি দুটোরই যারা ভক্ত তাদের কাছে এই খাবারটি অমৃত।তবে এখনকার স্বাস্থ্য সচেতন মানুষের কথা মাথায় রেখে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব স্বাস্থ্যকর ভাবে কম তেল মশলা ব্যবহার করে বিরিয়ানি বানাতে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘণ্টা
২ জন
  1. ২৫০ গ্রাম বাসমতী চাল
  2. ২ টি মাঝারি আলু
  3. ২ টি বড়ো পেঁয়াজ
  4. ১/২ টেবিল চামচ আদা রসুন বাটা
  5. ২ টি এলাচ
  6. ২ টি লবঙ্গ
  7. ১ টুকরো দারচিনি
  8. স্বাদ অনুযায়ীলবণ
  9. ৪ টেবিল চামচ ঘি
  10. ৪ টেবিল চামচ সাদা তেল
  11. ১ টেবিল চামচ বিরিয়ানি মশলা
  12. ২ টেবিল চামচ কেওড়া জল
  13. ১ টেবিল চামচ গোলাপ জল
  14. ১/২ কাপ দুধ
  15. ১ চিমটি জাফরান
  16. ১ চিমটি ফুড কালার
  17. ৫-৬ টি তেজপাতা
  18. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  19. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  20. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  21. ১ টেবিল চামচ টকদই
  22. সামান্যচিনি
  23. চিকেন টিক্কা বানানোর জন্য
  24. ৩০০ গ্রাম বোন লেস চিকেন
  25. ১ টেবিল চামচ জল ঝরানো টকদই
  26. ১/২ টেবিল চামচ বেসন
  27. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  28. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  29. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  30. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  31. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  32. ১ টেবিল চামচ পাতিলেবুর রস
  33. ১/২ টেবিল চামচ আদা রসুন বাটা
  34. ৩ টেবিল চামচ সর্ষের তেল
  35. ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  36. সামান্যচিনি
  37. ১/২ চা চামচ বাটার / মাখন
  38. স্বাদ অনুযায়ীলবণ

রান্নার নির্দেশ সমূহ

১ ঘণ্টা
  1. 1

    প্রথমে টিক্কা বানানোর জন্য লবণ আর বাটার ছাড়া সমস্ত উপকরণ নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনের টুকরো গুলোয় মাখিয়ে রাখুন কমপক্ষে ২ ঘণ্টা।তার বেশি রাখতে পারলে আরো ভালো।

  2. 2

    পেঁয়াজ মিহি করে কুচিয়ে বেরেস্তা বানিয়ে নিন।বিরিয়ানি তে আলু দিতে চাইলে আলু গুলোও অল্প লবণ আর হলুদ দিয়ে লালচে করে ভেজে রাখুন।

  3. 3

    টিক্কা গুলোয় স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে একটা শিকের মধ্যে গেঁথে কাঠকয়লার আগুনে বা তাওয়ায় সেঁকে নিন ১৫-১৬ মিনিট। সেঁকার সময় ওপর থেকে অল্প অল্প করে বাটার ব্রাশ করুন।

  4. 4

    বিরিয়ানি লেয়ারিং এর জন্য হাঁড়ির নিচে প্রথমে ঘি মাখিয়ে তারপর তেজপাতা বিছিয়ে, স্বাদ অনুযায়ী লবণ আর গোটা গরম মশলা দিয়ে বানিয়ে রাখা ৯০% সিদ্ধ ঝরঝরে ভাত অল্প দিন।ভাতের ওপর তেল, আদা রসুন বাটা,লঙ্কা গুঁড়ো,হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো,১/৪ টেবিল চামচ বিরিয়ানি মশলা,লবণ,চিনি, টকদই,অর্ধেক বেরেস্তা দিয়ে বানিয়ে রাখা গ্রেভির অর্ধেক দিন।আলু দিলে ভাজা আলু গুলো ওই গ্রেভির মধ্যেই কিছুক্ষণ ফুটিয়ে নেবেন।

  5. 5

    এরপর বাকি ভাতের অর্ধেক ভাত আলুর উপর দিয়ে বাকি অর্ধেক গ্রেভি দিন আর তার উপর চিকেন টিক্কা গুলো দিন।অল্প বিরিয়ানি মশলা,অল্প বেরেস্তা আর ১ টেবিল চামচ ঘি ছড়িয়ে দিন টিক্কা গুলোর উপর।

  6. 6

    এবার বাকি ভাত দিয়ে ওপর থেকে বাকি ঘি,বাকি বেরেস্তা, বিরিয়ানি মশলা ছড়িয়ে দিন।দুধের মধ্যে কেওড়া জল,গোলাপ জল মিশিয়ে মিশ্রণটা ওপরে ছড়িয়ে দিন। আর ২টেবিল চামচ দুধের মধ্যে জাফরান আর ফুড কালার গুলে মিশ্রণটি ৩-৪ জায়গায় ঢেলে দিন।

  7. 7

    পাত্রের মুখ ভালো করে ঢেকে একটা তাওয়ায় পাত্রটি বসিয়ে দমে রাখুন ২০মিনিট।গ্যাস অফ করার পর আরো ১৫মিনিট পাত্রটি এমনি উনুনের উপর বসিয়ে রাখুন।তারপর পরিবেশন করুন গরম গরম চিকেন টিক্কা বিরিয়ানি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Subhasree Santra
Subhasree Santra @cook22091994
Dankuni, Hooghly, West Bengal

Similar Recipes