চিকেন বিরিয়ানি(chicken biryani recipe in Bengali)

Sumita
Sumita @cook_20236010

চিকেন বিরিয়ানি(chicken biryani recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫০০ গ্রাম বাসমতি চাল
  2. ২৫০ গ্রাম চিকেন
  3. ৬ টি বড়ো পেঁয়াজ
  4. ২চা চামচ আদা রসুন বাটা
  5. ২ টিবড়ো আলু ১/২ করে কাটা
  6. ৫-৬ চা চামচ বিরিয়ানি মশলা
  7. ২ চা চামচ চিকেন মশলা
  8. ১ চা চামচ জিরে গুঁড়া
  9. ১ চা চামচ ধনে গুঁড়ো
  10. ২চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  11. ৪ফোঁটা মিঠা আতর
  12. 1 চিমটিকেশর রঙ
  13. পরিমাণ মতসাদা তেল ও ঘি
  14. ২টি ছোটো এলাচ
  15. ২টি লবঙ্গ
  16. ২টি বড়ো এলাচ
  17. ২টি তেজপাতাাা
  18. প্রয়োজন মতোধনে পাতা অল্প
  19. স্বাদ অনুযায়ীনুন
  20. ২চা চামচ চিনি
  21. ২চা চামচ টক দই
  22. ১/২ লেবুর রস

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে রাখুন

  2. 2

    এরপর মাংসে বারিস্তা কিছুটা, নুন,কাশ্মিরী লঙ্কা গুঁড়ো, চিকেন মশলা, বিরিয়ানি মশলা, জিরে গুঁড়া,ধনে গুঁড়ো ও সাদা তেল, টক দই, লেবুর রস মিশিয়ে ১/২ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।

  3. 3

    একটা বাটিতে ভিজিয়ে রাখা মিঠা আতর ও কেশর রঙ মিশিয়ে রাখবেন সেটা ভাতের ওপর ছড়িয়ে দিন,২ চামচ ঘী ছড়িয়ে দিন ও বাকি বারিস্তা ছড়িয়ে দিন। হাঁড়ির মুখের চারপাশে আটা মাখা দিয়ে চেপে চেপে দিয়ে দিন।

  4. 4

    এরপর হাঁড়ির ঢাকা দিয়ে চেপে বন্ধ করে দিন। ও ওপর থেকে একটা ডেকচি তে জল দিয়ে হাঁড়ির ওপরে বসিয়ে দিন। ও ১৫ মিনিট ধিনে আঁচে হতে দিন।

  5. 5

    ১৫ হয়ে গেলে গ্যাস বন্ধ করে১৫-২০ মিনিট দমে রেখে দিন। হয়ে গেলে গরম গরম পরিবশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sumita
Sumita @cook_20236010

Similar Recipes