চিকেন বিরিয়ানি (chicken biriyani recipe in Bengali)

Soumyashree Roy Chatterjee
Soumyashree Roy Chatterjee @cook_20212524

#GA4
#Week16
এবারে আমি বিরিয়ানি বেছে নিয়েছি এবং চিকেন বিরিয়ানি বানিয়েছি।

চিকেন বিরিয়ানি (chicken biriyani recipe in Bengali)

#GA4
#Week16
এবারে আমি বিরিয়ানি বেছে নিয়েছি এবং চিকেন বিরিয়ানি বানিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৬০ মিনিট
২/৩
  1. ২০০ গ্রাম চিকেন
  2. ৩০০ গ্রাম বাসমতী চাল
  3. ২ চা চামচ টক দই
  4. ১ চা চামচ রসুন বাটা
  5. ১ চা চামচ আদা বাটা
  6. ৩-৪ টি পেঁয়াজ কুচানো
  7. ১ চা চামচ জিরা গুঁড়ো
  8. ১ চা চামচ ধনে গুঁড়ো
  9. ২ চা চামচ বিরিয়ানি মসলা
  10. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  11. স্বাদমতোলবণ
  12. ৩-৪ টি গোলমরিচ
  13. ২/৩ টি লবঙ্গ
  14. ১ ইঞ্চি দারুচিনি
  15. ১ চা চামচ গরম মশলার গুঁড়ো
  16. ৩ টি ছোট এলাচ
  17. পরিমাণমতোজল
  18. ৩-৪ চা চামচ ঘি
  19. ২ টি আলু
  20. ২ টি ডিম
  21. ৪ চা চামচ তেল
  22. ১ চা চামচ গোলাপজল
  23. 1 চা চামচকেওড়া জল
  24. ৩-৪ ফোঁটা মিঠা আতর
  25. ১ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো
  26. ১ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার।
  27. ১/২ চা চামচ ইয়েলো ফুড কালার

রান্নার নির্দেশ সমূহ

৬০ মিনিট
  1. 1

    প্রথমে মাংস জল ঝরিয়ে আদা বাটা,রসুন বাটা, জিরেগুঁড়ো,ধনেগুঁড়ো, হলুদ,শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরী চিল্লি পাউডার, স্বাদমতো লবণ ও টক দই দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে 30 মিনিট।

  2. 2

    এবার একটি পাত্রে জল দিয়ে তার মধ্যে গোটা গরম মসলা, স্বাদমতো লবণ ও ১/২ চামচ ঘি দিতে হবে ফুটে উঠলে দূরে রাখা বাসমতি চাল দিয়ে 7/10 মিনিট রান্না করতে হবে। 75% পর্যন্ত ভাত রান্না করতে হবে। ফ্যান জড়িয়ে ঠান্ডা করে নিতে হবে।

  3. 3

    এবার কড়াইয়ে তেল দিয়ে কুচি করে পেঁয়াজ ভেজে বেরেস্তা বানিয়ে দিতে হবে। আলু গুলো সিদ্ধ করে ভাল করে ভেজে নিতে হবে। ডিম সিদ্ধ করে নিতে হবে।

  4. 4

    এবার কড়াইয়ে তেল দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতার ফোড়ন দিয়ে ম্যারিনেট করা চিকেন টা দিতে হবে। খুব ভালো করে কষিয়ে মাংস রান্না করে নিতে হবে।

  5. 5

    গোলাপজল কেওড়া জল এক জায়গায় নিয়ে তার মধ্যে একটু হলুদ ফুড কালার মিশিয়ে নিয়েছি আর আছে ঘি ও মিঠা আতর।

  6. 6

    এবার প্রথমে ভাতের লেয়ার দিয়ে তার উপর গোলাপজল, কেওড়া জল ও মিঠা আতর দিয়ে বেরেস্তা ছড়িয়ে ঘি দিয়ে তার উপর মাংস দিতে হবে। এভাবে ইচ্ছেমতো লেয়ার দিয়ে আলু ও ডিম দিয়ে উপরে আবার ভাত দিয়ে বেরেস্তা, ঘি,মিঠা আতর, গোলাপজল কেওড়াজল ফুড কালার, গরম মসলার গুঁড়ো, ও বিরিয়ানি মসলা দিয়ে দিতে হবে।

  7. 7

    এভাবে ঢাকা দিয়ে রান্না করতে হবে 10/ 15 মিনিট মতো।

  8. 8

    15 মিনিট পর ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করতে হবে চিকেন বিরিয়ানি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soumyashree Roy Chatterjee

Similar Recipes