রস পুলি (Roso Puli recipe in Bengali)

Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

#সংক্রান্তির
নারকেলের পুর ভরা রসপুলি প্রথমবারই আমি বানালাম। খেতে মিশনে ভালো হয়েছে।

রস পুলি (Roso Puli recipe in Bengali)

#সংক্রান্তির
নারকেলের পুর ভরা রসপুলি প্রথমবারই আমি বানালাম। খেতে মিশনে ভালো হয়েছে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৩জন
  1. ২০০ গ্রাম সেদ্ধ চালের গুঁড়ো
  2. ২ কাপ নারকেল কোরা
  3. ৩ কাপ নলেন গুড়
  4. ১/২ কিউব কর্পূর
  5. ১ চিমটি লবণ

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    সিদ্ধ চালের গুঁড়ো তে এক চিমটি লবণ দিয়ে উষ্ণ গরম জলে ভালো করে মেখে ১৫ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে

  2. 2

    ২'কাপ নলেন গুড়, ৩ কাপ জল ও ১/২ কিউব কর্পূর দিয়ে ভালো করে ফুটিয়ে পাতলা রস তৈরি করে রাখতে হবে।

  3. 3

    নারকেল কোরা ও ১ কাপ ঝোলা গুড় দিয়ে পাক দিয়ে পুর তৈরি করতে হবে।

  4. 4

    এবার মেখে রাখা ডো থেকে মিডিয়াম সাইজ লেচি করে ওর মধ্যে গর্ত করে নারকেলের পুর দিয়ে পুলি পিঠার আকারে গড়ে রাখতে হবে

  5. 5

    এরপর তাওয়ার উপর সবকটা পুলি পিঠে সাজিয়ে সিমে আচে এপিঠ-ওপিঠ ভাল করে সেঁকে নিতে হবে

  6. 6

    এরপর গরম রসের মধ্যে ২ ঘন্টা ডুবিয়ে রাখতে হবে।

  7. 7

    এরপর পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

Similar Recipes