কলস পুলি (kolos Puli recipe in Bengali)

Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

#সংক্রান্তির রেসিপি
পুলি পিঠে সাধারণত অর্ধচন্দ্রাকৃতি আকৃতির হয়। একই উপকরণে আমি শুধু আকৃতিটা কলস এর মত দিয়েছি। আর চেরি ফল আর পেঁপের ক্যান্ডি দিয়ে একটু ডেকোরেট করেছি।

কলস পুলি (kolos Puli recipe in Bengali)

#সংক্রান্তির রেসিপি
পুলি পিঠে সাধারণত অর্ধচন্দ্রাকৃতি আকৃতির হয়। একই উপকরণে আমি শুধু আকৃতিটা কলস এর মত দিয়েছি। আর চেরি ফল আর পেঁপের ক্যান্ডি দিয়ে একটু ডেকোরেট করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫০ মিনিট
৩-৪ জন
  1. ৩০০ গ্রাম সেদ্ধ চালের গুঁড়ো
  2. ১ টা ছোট নারকেল কোরা
  3. ১ কাপ ঝোলা নলেন গুড়
  4. ১ চিমটি নুন
  5. পরিমাণ মতোসাজানোর জন্য টুটি ফ্রুটি আর চেরি ফল

রান্নার নির্দেশ সমূহ

৫০ মিনিট
  1. 1

    চালের গুঁড়োর মধ্যে এক চিমটি লবণ দিয়ে উষ্ণ গরম জলে ভালো করে মেখে ১৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে

  2. 2

    নলেন গুড় ও নারকেল কোরা দিয়ে কড়াইতে পাক দিয়ে পুর তৈরি করতে হবে।

  3. 3

    এবার মেখে রাখা ডো থেকে মাঝারি সাইজের লেচি করতে হবে।

  4. 4

    এবার লেচি টাকে হাতে গোল করে গর্ত করে একটু ছড়িয়ে ধারগুলো আংগুল দিয়ে কুচির মত করে ওর ভেতরে পুর দিয়ে কলসির আকারে শেপ করতে হবে। এবং ওপরে একটা ছোট লেচি কেটে ঢাকনা করতে হবে।

  5. 5

    এইভাবে সবগুলো কলসি হয়ে গেলে ছোট ছোট টুকরো করা চেরি ফল আর টুটি ফ্রুটি দিয়ে কলসির গায়ে গার্নিশিং করতে হবে।

  6. 6

    এবার হাফ ডেকচি জল হাই ফ্লেমে ফুটতে দিয়ে ওর ওপরে একটা ছিদ্র করা থালা বসাতে হবে

  7. 7

    এরপর ওর উপর একটা পরিষ্কার কাপড় দিয়ে তার ওপরে কয়েকটা পুলি পিঠা দিয়ে কাপড়টা দিয়ে পিঠে গুলো ঢেকে তার ওপর দিয়ে একটা ঢাকা দিয়ে ২০ মিনিট রাখতে হবে।

  8. 8

    এইভাবে ২ বারে পিঠাগুলো সেদ্ধ করতে হবে

  9. 9

    এরপর সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

Similar Recipes