রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট।
৪ জনার জন্য।
  1. ১ বাটিআখরোট
  2. ১ বাটিখেজুর
  3. ১/২ বাটি পেস্তা বাদাম
  4. ১/২ বাটিনারকেল কোরা
  5. ১/২ বাটিচিনি
  6. ১ টিবীট
  7. ২ কাপ ময়দা
  8. ৪ চা চামচসাদা তেল
  9. ১/৩ চা চামচনুন
  10. ১/২ চা চামচঘী
  11. পরিমান মতজল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট।
  1. 1

    প্রথমে চুলায় একটা পাএ বসিয়ে ওর মধ্যে পরিমান মত জল দিয়ে বিটটাকে সেদ্ধ করে নিয়ে মিক্সারে দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিতে হবে।

  2. 2

    তারপর একটা মিক্সিং বোলে ময়দা নিয়ে ওর মধ্যে নুন ও তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    তারপর ওর মধ্যে বিটের পেস্ট টা দিয়ে ভালো করে মেখে নিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে।

  4. 4

    তারপর চুলায় একটা করা বসিয়ে ওর মধ্যে ঘি দিয়ে ওর মধ্যে নারকেল কোরা, আখরোট, খেজুর ও পেস্তা বাদাম এবং চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নিতে হবে।

  5. 5

    তারপর ময়দার ডো থেকে ছোটো ছোটো লেচি করে নিয়ে বলে নিতে হবে এবং ওর মধ্যে আখরোটের পুর দিয়ে মোমোর সেপ দিয়ে সব গুলো বানিয়ে নিতে হবে।

  6. 6

    তারপর মোমো গুলো কে ভাপিয়ে নিতে হবে এবং তৈরি হয়ে যাবে বিট আখরোট মোমো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Madhumita Kayal
Madhumita Kayal @Madhumita2008
Raghabpur(Baspara) P.O -Nepalgunj P.S -Bishnupur Dist -24 Pgs (S) Kolkata-700103.

Similar Recipes