বীট আখরোট মোমো(Beetroot walnut momo recipe in bengali)

Barnali Debdas
Barnali Debdas @Barnalifoodyworld

#walnuts
আখরোট এমন একপ্রকার বাদাম যার মধ্যে পুষ্টিগুন রয়েছে ভরপুর।আখরোট ওজন নিয়ন্ত্রন করে।আখরোট অনিদ্রা দুর করে।আখরোট দিয়ে বীটরুট মোমো আমি তোমাদের সাথে শেয়ার করলাম।

বীট আখরোট মোমো(Beetroot walnut momo recipe in bengali)

#walnuts
আখরোট এমন একপ্রকার বাদাম যার মধ্যে পুষ্টিগুন রয়েছে ভরপুর।আখরোট ওজন নিয়ন্ত্রন করে।আখরোট অনিদ্রা দুর করে।আখরোট দিয়ে বীটরুট মোমো আমি তোমাদের সাথে শেয়ার করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০মিনিট
২জন
  1. ২টি বীট
  2. ১টি বাঁধাকপি কুচি
  3. ১টি গাজর কুচি
  4. ১কাপ ময়দা
  5. ১চা চামচ আদা ও রসুন বাটা
  6. স্বাদ অনুসারেলবণ
  7. ১/২চা চামচ গোলমরিচের গুঁড়ো
  8. ১/২চা চামচ লঙ্কারগুঁড়ো
  9. ১চা চামচ সয়াসস
  10. ১টি টমেটো কুচি
  11. ১টি পেঁয়াজকুচি
  12. ২চা চামচ অলিভ ওয়েল
  13. ১প্লেট আখরোট

রান্নার নির্দেশ সমূহ

২০মিনিট
  1. 1

    ১মে বীটগুলোকে ছোটো ছোটো করে কেটে গরমজলে বয়েল করে নিতে হবে।এরপর মিক্সিতে পেষ্ট করে নিতে হবে।এরপর বিটের পেষ্টটা প‍্যানে একটু নাড়িয়ে নিতে হবে।

  2. 2

    ১টি বোলে ময়দা নিয়ে ওর মধ্যে লবণ ও তেল বিটের পেষ্ট দিয়ে ভালো করে মেখে নিতে হবে।

  3. 3

    এরপর ১টি ডিশে বাধাকপি কুচি,গাজর কুচি আদা ও রসুনের পেষ্ট গোল মরিচের গুড়ো লঙ্কারগুড়ো সয়াসস টমেটো কুচি পেয়াজ কুচি আখরোট দিয়ে ভালো ভাবে মিশিয়ে মমোর ১টি পুর বানাতে হবে।এরপর ময়দার ডো থেকে ছোটো ছোটো লেচি করে নিয়ে বেলে নিতে হবে এবং ওর মধ্যে আখরোটের পুর দিয়ে মোমোর সেপ দিয়ে সবগুলো বানিয়ে নিতে হবে।

  4. 4

    এরপর মিক্সিতে টমেটো কুচি রসুনকুচি আখরোট কুচি লবণ দিয়ে আখরোটের চাটনি বানিয়ে নিতে হবে।

  5. 5

    এরপর মোমোগুলো স্টিমারে ভাপিয়ে নিতে হবে এবং তৈরি হয়ে যাবে বিট আখরোট মোমো।

  6. 6

    এরপর আপনি বিট আখরোট মোমোটা আখরোটের চাটনির সাথে আপনি সাজিয়ে নিবেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Barnali Debdas
Barnali Debdas @Barnalifoodyworld

Similar Recipes