সরষে চিংড়ি ভাপা (Sorshe Chingri Vapa recipe in Bengali)

Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727

#Prawn
চিংড়ি থিম থেকে বেছে নিয়েছি সরষে চিংড়ি ভাপা। গরম গরম সাদা ভাতের সঙ্গে দারুন লাগে।

সরষে চিংড়ি ভাপা (Sorshe Chingri Vapa recipe in Bengali)

#Prawn
চিংড়ি থিম থেকে বেছে নিয়েছি সরষে চিংড়ি ভাপা। গরম গরম সাদা ভাতের সঙ্গে দারুন লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০/১২ মিনিট
২/৩ জন
  1. ৩০০ গ্রাম / ২০ পিসচিংড়ি
  2. ১ টেবিল চামচসরষে
  3. ১ টেবিল চামচপোস্ত
  4. ৪টিকাঁচা লঙ্কা
  5. ২ টেবিল চামচসরষে তেল
  6. স্বাদমতোনুন

রান্নার নির্দেশ সমূহ

১০/১২ মিনিট
  1. 1

    কড়া তে তেল গরম করে চিংড়ি তে নুন মেখে ১ মিনিটের জন্য ভেজে নিতে হবে। পোস্ত, সরষে,২ টি কাঁচা লঙ্কা ও ১/২ চা চামচ নুন এক সাথে বেটে নিতে হবে। চিংড়ি ঠান্ডা হলে বাটা উপকরন গোটা কাঁচা লঙ্কা ও ১ ১/২ টেবিল চামচ সরষে তেল ভালো করে মিশিয়ে একটি ঢাকনা ওয়ালা টিফিন কৌটো তে রাখতে হবে।

  2. 2

    সরষে পোস্ত বাটা ও চিংড়ির মিশ্রন টি ঢাকনা বন্ধ করে দিতে হবে। একটি কড়া তে এত টা জল নিতে হবে যাতে করে কৌটোর অর্ধেক অংশ রেখে গ্যাস জ্বেলে চড়া আঁচে ঢাকনা দিয়ে ১০ মিনিট রাখতে হবে।

  3. 3

    তৈরি ভাপা সরষে চিংড়ি। সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727
আমি রান্না নিয়ে অনেক রকম ঘরোয়া গবেষনা করতে ভালোবাসি। প্রথাগত রান্না আমার খুবই প্রিয়। রান্নাবান্না আমার কয়েকটি সখের মধ্যে অন্যতম একটি।
আরও পড়ুন

মন্তব্যগুলি (2)

Similar Recipes