পনির স্প্রিং রোল (paneer spring roll recipe in Bengali)

Tulika Majumder
Tulika Majumder @cook_25846312

পনির স্প্রিং রোল (paneer spring roll recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 250 গ্রাম পনির গ্রেট করা
  2. ১ টি ছোট মাপের ক‍্যাপসিকাম কুচি
  3. ১ টি ছোট মাপের গাজর গ্রে্ট করা
  4. ১ টি ছোট মাপের পেঁয়াজ কুচি
  5. ১ চা চামচ আদা কুচি
  6. ১ কাপ ময়দা
  7. স্বাদমতো নুন
  8. ১/২ চা চামচ জোয়ান
  9. ৮ টেবিল চামচ তেল
  10. ১/২ চা চামচ রসুন কুচি
  11. ১/২ চা চামচ আমচুর পাউডার
  12. ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  13. ১ চা চামচ সোয়া সস

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ময়দা নিয়ে ১ টেবিল চামচ তেল, জোয়ান ও জল দিয়ে মেখে ১ টা ডো তৈরি করে নিতে হবে।

  2. 2

    একটি কড়াইয়ে ১ টেবিল চামচ তেল গরম করে পেঁয়াজ, রসুন, আদা, গাজড় টমেটো ও ক‍্যাপসিকাম দিয়ে ২ মিনিট নেড়ে মশলা দিয়ে গ্রেড করা পনির দিয়ে দিতে হবে।

  3. 3

    ভালো করে নেড়ে সোয়া স্ মিশিয়ে ৫ মিনিট পর নামিয়ে ঠাণ্ডা করে নিতে হবে।

  4. 4

    এরপর ময়দার ডো টি থেকে বড় মাপের ৬ টি লেচি কেটে ময়দা দিয়ে একদম পাতলা করে বেলে কল্প তেলে হালকা ভেজে নিতে হবে।

  5. 5

    এরপর পনিরের পুর ভরে রোল করে দুপাশের খোলা মুখ দুটি (১ চা চামচ ময়দা ও অল্প জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে) মিশ্রণটি দিয়ে আটকে দিতে হবে।

  6. 6

    আরেক টি কড়াইয়ে ৪ টেবিল চামচ তেল দিয়ে ভালো করে দুপিঠ উল্টে ভেজে তুলে নিতে হবে।

  7. 7

    এরপর গরম গরম পরিবেশন করুন সস্ দিয়ে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tulika Majumder
Tulika Majumder @cook_25846312

মন্তব্যগুলি

Similar Recipes