পনির রোল  (Paneer roll recipe in Bengali)

Rajeka Begam
Rajeka Begam @cook_24974251

#GA4
#Week21
এই সপ্তাহের ধাঁধা থেকে নিলাম রোল।

পনির রোল  (Paneer roll recipe in Bengali)

#GA4
#Week21
এই সপ্তাহের ধাঁধা থেকে নিলাম রোল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২ জন
  1. ১ কাপ ময়দা
  2. ১০০ গ্রাম পনির
  3. স্বাদমতোনুন
  4. প্রয়োজন অনুযায়ী সাদা তেল
  5. ১ চা চামচ গুঁড়ো লঙ্কা
  6. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১ চা চামচ জিরে গুঁড়ো
  8. ১ চা চামচ ধনে গুঁড়ো
  9. ১ টা ক্যাপ্সিকাম
  10. ১ টা পেঁয়াজ
  11. ১ টি টমেটো
  12. ২ টি কাঁচা লঙ্কা কুচি
  13. প্রয়োজন মতো টমেটো সস
  14. প্রয়োজনমতো চিলি সস

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    ক্যাপ্সিকাম টমেটো পিয়াঁজ লম্বা করে কেটে নিতে হবে।

  2. 2

    পনীর চৌকো করে কেটে নিতে হবে।

  3. 3

    গুঁড়ো মশলা এক জায়গায় করে নিতে হবে।

  4. 4

    একটি কড়াইয়ে সাদা তেল দিয়ে তাতে পিয়াঁজ ও ক্যাপ্সিকাম দিয়ে হালকা করে ভেজে তাতে সব গুঁড়ো মশলা দিয়ে ভাজতে হবে।তারপর পনীর গুলো দিয়ে হালকা করে ভেজে নিয়ে তুলে নিতে হবে।

  5. 5

    ময়দা নুন ও প্রয়োজনমতো সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে।ময়দা ১৫ মিনিট মতো রেখে দিতে হবে।

  6. 6

    ময়দা লেচি কেটে গোল করে রুটির মতো বেলে নিতে হবে।

  7. 7

    চাটুতে ময়দার রুটি দিয়ে ভালো করে সেঁকে নিয়ে তাতে একটু সাদা তেল দিয়ে ভেজে নিতে হবে।

  8. 8

    এরপর ওই রুটি চাটু থেকে নামিয়ে তার উপর পনীর ও ক্যাপ্সিকাম এর মশলা তা দিয়ে উপর থেকে টমেটো ও চিলি সস দিয়ে রোল করে নিতে হবে।

  9. 9

    তারপর গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rajeka Begam
Rajeka Begam @cook_24974251

Similar Recipes