সয়াবিন রোল (soyabean roll recipe in Bengali)

Soumyasree Bhattacharya
Soumyasree Bhattacharya @Soumyasree_recipes

#GA4
#week21
আমি clue থেকে বেছে নিয়েছি রোল। সয়াবিনের রোল যেকোনো সময় জলখাবারে বা স্নাক্স হিসাবে খাওয়া যেতে পারে । এটা খুবই স্বাস্থ্যকর অথচ মুখরোচক খেতে হয়।

সয়াবিন রোল (soyabean roll recipe in Bengali)

#GA4
#week21
আমি clue থেকে বেছে নিয়েছি রোল। সয়াবিনের রোল যেকোনো সময় জলখাবারে বা স্নাক্স হিসাবে খাওয়া যেতে পারে । এটা খুবই স্বাস্থ্যকর অথচ মুখরোচক খেতে হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

5 মিনিট
1 জন
  1. 1 মুঠোসোয়াবিন
  2. 1 চা চামচপেঁয়াজ কুচি
  3. 1 টাক্যাপ্সিকাম কুচি
  4. 1 চা চামচটমেটো সস
  5. স্বাদ অনুযায়ীনুন
  6. 1 মুঠোময়দা
  7. 2টেবিল চামচ সাদা তেল
  8. 1চিমটে হলুদ ও লঙ্কাগুঁড়ো
  9. 1 টিকাঁচা লঙ্কা কুচি

রান্নার নির্দেশ সমূহ

5 মিনিট
  1. 1

    প্রথমেই পেঁয়াজ, ক্যাপ্সিকাম, লঙ্কা কুচি করে নিতে হবে ।গরম জলে সোয়াবিন গুলো 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে ও তারপর জল চিপে তুলে নিতে হবে।

  2. 2

    কড়াইয়ে 1 টেবিল চামচ তেল দিলে, তেল গরম হলে পেঁয়াজ, ক্যাপ্সিকাম এবং লঙ্কা ভেজে নিতে হবে। তারপর সোয়াবিন গুলো ভেজে নিতে হবে। এরপর নুন, লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়া ছড়িয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে টমেটো সস দিয়ে দিতে হবে এবং ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে।

  3. 3

    এবার ময়দাটা ময়ান দিয়ে মেখে,তার থেকে একটা লেচি পরোটার আকারে বেলে নিতে হবে একটু মোটা করে। তারপর সেটা তাওয়াতে এপিঠ-ওপিঠ তেল দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে।
    ভাজা হলে সয়াবিনের মিশ্রণ টি মাঝখানে দিয়ে রোল করে নিলেই তৈরি হয়ে যাবে সয়াবিনের রোল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soumyasree Bhattacharya
Soumyasree Bhattacharya @Soumyasree_recipes

Similar Recipes