ফ্রেঞ্চ টোস্ট (french toast recipe in bengali)

Tripti Sarkar
Tripti Sarkar @cook_25824532

ফ্রেঞ্চ টোস্ট (french toast recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৪ স্লাইস ব্রেড
  2. ৬ টেবিল চামচ দুধ
  3. ২ টি ডিম
  4. ১ চা চামচ চিনি
  5. ১/৪ চা চামচ জিরে গুঁড়ো
  6. ১/৪চা চামচ ধনে গুঁড়ো
  7. ১/৪ চা চামচ লঙ্কা গুঁড়ো
  8. ১ চিমটি লবণ
  9. ১/২ চা চামচ চিলি ফ্লেক্স
  10. ২ চা চামচ বাটার / মাখন
  11. ২ চা চামচ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    সমস্ত উপকরণ একত্রে গুছিয়ে নিতে হবে।

  2. 2

    এরপর একটা পাত্রে ডিম ফাটিয়ে নিয়ে সমস্ত গুঁড়ো মশলা ও লবণ দিয়ে দুধ টাও ঢেলে নিতে হবে। এবং ভালো করে মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত চিনি গলে যাবে। তারপর তাওয়া গরম করে বাটার ও তেল গরম করে নিতে হবে।

  3. 3

    এরপর ডিমের ব্যাটারে ব্রেড ডুবিয়ে তাওয়ার ওপর বসিয়ে দিতে হবে। এবং মাঝারি আঁচে দুই পাস উল্টে পাল্টে সোনালী রঙ করে ভেজে নিতে হবে।

  4. 4

    এবং গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tripti Sarkar
Tripti Sarkar @cook_25824532

Similar Recipes