খেজুর গুড়ের রসগোল্লা (Khejur gurer rosogolla recipe in Bengali)

Ria Ghosh
Ria Ghosh @cook_26727071

#GA4 #week24
এই সপ্তাহে ধাঁধা থেকে বেছে নিয়েছি রসগোল্লা। আমি বানিয়েছি খেজুর গুড়ের রসগোল্লা।

খেজুর গুড়ের রসগোল্লা (Khejur gurer rosogolla recipe in Bengali)

#GA4 #week24
এই সপ্তাহে ধাঁধা থেকে বেছে নিয়েছি রসগোল্লা। আমি বানিয়েছি খেজুর গুড়ের রসগোল্লা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

আড়াই ঘন্টা
বারো পিস মত হবে
  1. 1 লিটারদুধ
  2. 4 চা চামচভিনিগার
  3. 1 কাপখেজুরের গুড়

রান্নার নির্দেশ সমূহ

আড়াই ঘন্টা
  1. 1

    প্রথমে দুধটা ফোটাতে হবে।ফুটে গেলে গ্যাসটা বন্ধ করে ভিনিগারটা ঢেলে দিতে হবে দুধে।চার চাচম ভিনিগারে চার চামচ জল মিশিয়ে দুধে ঢেলে দিতে হবে।

  2. 2

    এবার একটা চামচ দিয়ে একটু নাড়লেই ছানা তৈরি। এবার একটা বড় ছাঁকনির ওপর একটা সাদা কাপড় দিতে হবে। তারমধ্যে ছানাটা ঢেলে দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে একটা গিট বেঁধে ঝুলিয়ে রাখতে হবে এক ঘন্টা।

  3. 3

    জল ঝরে গেলে ছানাটা একটা পাত্রে ঢেলে ভালো করে মেখে নিতে হবে সাত মিনিট মত।এবার ছোট ছোট বলের মতো গোল করে নিতে হবে।এবার একটা কড়াইয়ে এক কাপ গুড়টা দিয়ে চার কাপ জল দিতে হবে।

  4. 4

    গুড় টা মিশিয়ে নিতে হবে।খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে যাতে গুড়টা গলে যায়।এবার ফুটে গেলে ছানার বল গুলো দিয়ে দিতে হবে।

  5. 5

    এবার ঢাকনা বন্ধ করে দশ মিনিট ফোটাতে হবে।দশ মিনিট পর আলতো ভাবে একটু উল্টে দিতে হবে।আঁচ কমিয়ে আরও দশ মিনিট রান্না টা করতে হবে।

  6. 6

    এবার গ্যাসটা বন্ধ করে একঘন্টা রেখে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে খেজুর গুড়ের রসগোল্লা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ria Ghosh
Ria Ghosh @cook_26727071

মন্তব্যগুলি

Similar Recipes