নলেন গুড়ের রসগোল্লা (Nolen gurer rosogolla recipe in bengali)

Suparna Sarkar
Suparna Sarkar @suparnacookpad

#GA4
#week15
শীত‌কালে নতুন খেজুর গুড়ের মজাই আলাদা ছানা, গুড় দুটিই পুষ্টি গুণে অনন্য।এবার দুটির মেলবন্ধনে তৈরী হল অসাধারণ নলেন গুড়ের রসগোল্লা।

নলেন গুড়ের রসগোল্লা (Nolen gurer rosogolla recipe in bengali)

#GA4
#week15
শীত‌কালে নতুন খেজুর গুড়ের মজাই আলাদা ছানা, গুড় দুটিই পুষ্টি গুণে অনন্য।এবার দুটির মেলবন্ধনে তৈরী হল অসাধারণ নলেন গুড়ের রসগোল্লা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৩ জনের জন্য
  1. ১/২লিটারদুধ
  2. ২চা চামচভিনিগার
  3. ১/২কাপচিনি
  4. ২০০গ্রামখেজুর গুড়ের পাটালি
  5. ১চা চামচময়দা

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    প্রথম দুধ ফুটিয়ে নিয়ে গ‍্যাস অফ্ করে দিলাম। একটি বাটিতে দু চামচ ভিনিগার দু চামচ জলের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার গরম দুধের মধ্যে ধীরে ধীরে ভিনিগার আর জলের মিশ্রণ ঢেলে ক্রমাগত নাড়তে নাড়তে ছানা কেটে নিলাম। এবার জল ছেঁকে, পরিস্কার জল দিয়ে ছানা‌টা খুব ভালো করে ধুয়ে নিয়ে, জল ঝরিয়ে নেবার জন্য ঝুলিয়ে রেখে দিলাম। দু ঘন্টা পর সম্পূর্ণ জল ঝরে গেল। এবার জল ঝরানো ছানা একটা থালায় নিয়ে আধ চামচ চিনি ও এক চামচ ময়দা দিয়ে খুব ভালো করে মেখে মসৃণ করে নিলাম। ছোট ছোট গোল্লা পাকিয়ে নিলাম।

  2. 2

    গ‍্যাসে ডেকচি বসিয়ে তিন কাপ জল দিয়ে চিনি ও পাটালি গুড় দিয়ে দিলাম। ফুটে গেলে উপর থেকে চিনি ও গুড়ের গাদ চামচ দিয়ে তুলে ফেলে দিলাম। এভাবে রসটা পরিস্কার করে নিলাম।

  3. 3

    ফুটন্ত রসের মধ্যে ছানার গোল্লা দিয়ে ঢাকা দিলাম। ঢাকায় যে ছিদ্র ছিল সেটা বন্ধ করে দিলাম। এভাবে কুড়ি মিনিট ফুটিয়ে গ‍্যাস অফ করে দিলাম। স্বাভাবিকভাবে ঠান্ডা হ‌ওয়া পর্যন্ত অপেক্ষা করে তবেই ঢাকা খুললাম।

  4. 4

    এসময় নতুন গুড়ের রসগোল্লা খেতে ইচ্ছে হলে বাড়িতে‌ই বানিয়ে ফেলো বন্ধু‌রা। আর দেরী কেন? চট্‌পট্ বানিয়ে নাও আমার মত নলেন গুড়ের রসগোল্লা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suparna Sarkar
Suparna Sarkar @suparnacookpad

Similar Recipes