চিলি গারলিক ফুলকপি(Chilli Garlic Cauliflower recipe in Bengali)

Subhra Sen Sarma
Subhra Sen Sarma @cook_26940124

#GA4
#WEEK24
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি রসুন(Garlic)আর ফুলকপি (Cauliflower) নিয়েছি।

চিলি গারলিক ফুলকপি(Chilli Garlic Cauliflower recipe in Bengali)

#GA4
#WEEK24
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি রসুন(Garlic)আর ফুলকপি (Cauliflower) নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25 মিনিট
2 জনের
  1. 1 টাফুলকপি
  2. 1 কাপময়দা
  3. 1/2 কাপকর্নফ্লাওয়ার
  4. 15 টারসুন কোয়ার কুচি
  5. 1 চা চামচলাল লঙ্কার গুঁড়ো
  6. 1/2চা চামচগোলমরিচ গুঁড়ো
  7. 1/2চা চামচ হলুদ গুঁড়ো
  8. 2 টোকাঁচালঙ্কা কুচি
  9. 1 চা চামচআদা বাটা
  10. 1/2 কাপহট অ‍্যান্ড স‍্যুইট স‍স
  11. স্বাদ মত নুন
  12. প্রয়োজন অনুযায়ীভাজার জন‍্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

25 মিনিট
  1. 1

    ময়দা,কর্নফ্লাওয়ার মাপ করে নেওয়া হলো।

  2. 2

    ময়দা,কর্নফ্লাওয়ার,আদাবাটা,লাল লঙ্কা গুরো,1 চামচ তেল আর পরিমান মতো জল দিয়ে ব‍্যাটার করে নিতে হবে

  3. 3

    এবার ফুল কপি কেটে ছোট ছোট টুকরো করে নিতে হবে। কড়াইয়ে একবাটি জল গরম বসাতে হবে। জলে নুন আর সামান‍্য হলুদ দিয়ে,জল ফুটে উঠলে কপি গুলো দিয়ে 2 মিনিট ভাপিয়ে জল ঝেকে নিতে হবে।

  4. 4

    ফুলকপি সামা‍ন‍্য ঠান্ডা হলে,বাটারে দিয়ে ডুবো তেলে লাল করে ভেজে তুলতে হবে।

  5. 5

    সমস্ত কপি ভাজা হলে, প‍্যানের তেল কমিয়ে,ওই তেলে রসুন হাল্কা ভাজতে হবে।

  6. 6

    রসুন ভাজা হলে হট অ‍্যান্ড স‍্যুইট স‍্যস দিয়ে নেরে নিতে হবে।

  7. 7

    এবার ভেজে রাখা ফুলকপি গুলো স‍্যসে দিয়ে 2 মিনিট নেরে আঁচ বন্ধ করে দিতে হবে।

  8. 8

    এবার সার্ভিং প্লেটে ঢেলে সামান‍্য রোষ্ট তিল আর কাঁচালঙ্কা ছরিয়ে পরিবেশন করুণ চিলি গারলিক ফুলকপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Subhra Sen Sarma
Subhra Sen Sarma @cook_26940124

Similar Recipes