ভেজ মোমো রেসিপি(veg momo recipe in Bengali)

Subhra Sen Sarma
Subhra Sen Sarma @cook_26940124

#GA4
#Week14
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি মোমো আর বাঁধাকপি নিয়েছি।

ভেজ মোমো রেসিপি(veg momo recipe in Bengali)

#GA4
#Week14
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি মোমো আর বাঁধাকপি নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৩ জন
  1. ময়দার ডো এর জন‍্য
  2. ২ কাপ ময়দা
  3. ১ ছোট কাপ দুধ
  4. ১ টেবিল চামচ সাদা তেল
  5. ১ চিমটি লবণ
  6. প্রয়োজন মতো জল
  7. স‍্যসের জন‍্য
  8. ৫ টা ছোট বড়ো মিলিয়ে টমেটো
  9. ৫-৬ টা শুকনো লঙ্কা
  10. স্বাদ মতো লবণ
  11. সামান্যচিনি
  12. ২ চা চামচ ভিনিগার
  13. ৫-৬ টা রসুনের কোয়া
  14. ২"আদা
  15. পুরের জন‍্য 👇
  16. ১ বাটি বাঁধাকপি কুচি
  17. ৪-৫ টা পেঁয়াজ কলি কোচানো
  18. ১/২ ক‍্যাপসিকাম কুচি
  19. ২ টো গাজর কুচি
  20. ১ টা বড়ো পেঁয়াজ কুচি
  21. ৭-৮ কোয়া রসুন কুচি
  22. ২টো কাঁচালঙ্কা কুচি
  23. ২ চা চামচ সোয়া স‍স
  24. প্রয়োজন মতো তেল

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    ময়াদার ডো এর উপকরণ সঙ্গে পরিমান মতো নুন দিয়ে ময়দা মেখে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে।

  2. 2

    স‍্যসের জন‍্য টমেটো আর লঙ্কা ১ কাপ জলে সেদ্ধ করে নিতে হবে।সেদ্ধকরা টমেটোর পাতলা খোসা ছারিয়ে নিতে হবে।

  3. 3

    মিক্সিং বোলে টমেটো,লঙ্ক,নুন,মিষ্টি,ভিনিগার দিয়ে পিসে নিতে হবে। তৈরি হলো মোমো স‍্যস।

  4. 4

    সমস্ত সবজি কুচিয়ে গোছ করে নিয়েছি।

  5. 5

    পুরের জন‍্য কড়ায়ে ২,৩ চামচ সাদা তেল গরম করে রসুন কুচি,পেঁয়াজ কুচি,লঙ্কাকুচি দিয়ে হাল্কা ভেজে উপকরণের সব সবজি লবণ দিয়ে ২,৩ মিনিট ভাজতে হবে।

  6. 6

    তারপর সোয়া স‍্যস দিয়ে নেরে আঁচ বন্ধ করে দিতে হবে।তৈরি হলো মোমো পুর

  7. 7

    মেখে রাখা ময়দা থেকে ছোট ছোট নেচি করে লুচির মতো বেলে নিতে হবে। লুচিতে পুর দিয়ে মোমোর মতো গড়ে নিতে হবে।

  8. 8

    মোমো স্টিমারে জল গরম বসাতে হবে।স্টিমারের ঝাঝরিতে তেল না বুলিয়ে বাঁধাকপির পাতা দিয়ে তার উপর মোমো গুলো দিয়ে ১০মিনিট স্টিম করেতে হবে।

  9. 9

    এবার তৈরি হলো ভেজ মোমো,সার্ভিং ডিসে সুন্দর করে সাজিয়ে গরম গরম রিবেশন করুন,

  10. 10

    ভেজ মোমো ঠান্ডা ঠান্ডা আবোহাওয়ায় দারুণ জমে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Subhra Sen Sarma
Subhra Sen Sarma @cook_26940124

মন্তব্যগুলি (7)

Similar Recipes