ম্যাগি চীজি ক্রিস্পি বল (maggi cheesy crispy ball recipe in Bengali)

Khaleda Akther
Khaleda Akther @cook_19996201
Bangladesh

#MaggiMagicInMinutes
#Collab
খুব ইয়াম্মি এই রেসেপি টি, ঝটপট তৈরি করা যায়। আমি এখানে মাশালা নুডলস দিয়ে রেসেপি টি করেছি।

ম্যাগি চীজি ক্রিস্পি বল (maggi cheesy crispy ball recipe in Bengali)

#MaggiMagicInMinutes
#Collab
খুব ইয়াম্মি এই রেসেপি টি, ঝটপট তৈরি করা যায়। আমি এখানে মাশালা নুডলস দিয়ে রেসেপি টি করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
3 জনের জন্য
  1. 2প্যাকেটম্যাগি নুডুলস
  2. 1/2 কাপপেঁয়াজ কুচি
  3. 2টেবিল চামচ গাজর কুচি
  4. 2টেবিল চামচ আলু কুচি
  5. 3-4 টিকাঁচা মরিচ
  6. 1/2 চা চামচআদা বাটা
  7. 1/2 চা চামচরসুন বাটা
  8. 1/2 চা চামচলাল মরিচের গুঁড়ো
  9. 2টেবিল চামচ চালের গুঁড়ো
  10. 4 টেবিল চামচ বেসন
  11. 1 চিমটিবেকিং সোডা
  12. স্বাদ মতলবণ
  13. 1 প্যাকেটম্যাগি মশলা
  14. 2টেবিল চামচ চীজ গ্রেট করা
  15. পরিমাণ মততেল

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে সব উপকরণ এক সাথে সাজিয়ে নিব।

  2. 2

    তারপর এক প্যাকেট ম্যাগী গুড়া করে নিব।

  3. 3

    এখন আর এক প্যাকেট নুডলস সিদ্ধ করে নিব, নিয়ে ছাঁকনি তে ছেঁকে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব।

  4. 4

    এখন নুডুলসের সাথে কাঁচা মরিচ কুচি, পিয়াজ কুচি, আদাবাটা,রসুন বাটা লাল মরিচের গুঁড়ো, ধনিয়াপাতা কুচি, 1 প্যাকেট ম্যাগী মশলা,চিজ, গাজর কুঁচি, আলু কুচি, চালের গুড়া সব উপকরণ এক সাথে মেখে নিব।

  5. 5

    এখন একটা বেটার তৈরি করবো বেসন, লাল মরিচের গুঁড়ো, আদাবাটা, রসুন বাটা সাদ মতো লবণ দিয়ে বেটার টা তৈরি করে নিব।

  6. 6

    তারপর নুডুলস সবজি দিয়ে মাখা থেকে বল বানিয়ে নিব হাতে সামান্য ঘি মাখিয়ে।

  7. 7

    তারপর বল গুলি বেসনের গোলায় চুবিয়ে আগে থেকে গুড়া করা নুডুলসের মধ্যে গড়িয়ে নিব।

  8. 8

    তারপর চুলায় একটি পেন বসিয়ে ডুবো তেলে ম্যাগী চিজ বল গুলি ডুবো তেলে মচমচে করে ভেজে তুলবো।

  9. 9

    এখন একটি সার্ভিং ডিশে নিয়ে গরম গরম ম্যাগী চিজ বল টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করবো খুব ঝটপট বানিয়ে নেওয়া যায় খেতে ও ভিষণ মজার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Khaleda Akther
Khaleda Akther @cook_19996201
Bangladesh
My passion is cooking 🍕🍴
আরও পড়ুন

Similar Recipes