ম্যাগি পিজ্জা(Maggi pizza recipe in Bengali)

Dipanwita Roy
Dipanwita Roy @cook_26622482

ম্যাগি পিজ্জা(Maggi pizza recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
২ জনের জন্য
  1. ১প্যাকেটম্যাগি
  2. ১ কাপজল
  3. ১ টা পেঁয়াজ
  4. ১ কাপময়দা
  5. পরিমাণ মতো সোডা ও বেকিং পাওডার,
  6. ৪ টেবিল চামচ টক দই
  7. ৪ কিউবচীজ
  8. প্রয়োজন মতক্যাপ্সিকাম সবুজ ,হলুদ ও লাল রং এর
  9. পরিমাণ মতরিফাইন্ড তেল
  10. ২ চা চামচবাটার
  11. ২ চা চামচ স্যুইট কর্ণ
  12. ১ চা চামচঅরিগ্যানো
  13. স্বাদ মত চিলি ফ্লেক্স
  14. ১ চা চামচপিজ্জা সস

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে ১ কাপ জল দিয়ে প্যানে ম্যাগীটা সেদ্ধ করে মশলা দিয়ে শুকনো করে বানিয়ে নিতে হবে

  2. 2

    এক কাপ ময়দা নিতে হবে ও তাতে নুন পরিমান মতো, বেকিং পাওডার, বেকিং সোডা মেশাতে হবে ও দ্ই দিয়ে ময়দাটা মাখতে হবে । ওপরে ২ চামচ রিফাইন তেল মাখিয়ে ১০ মিনিট ঢেকে রেখে দিতে হবে।

  3. 3

    এখন ক্যাপ্সিকাম কুচি, পেয়াজ কুচি, টমেটো কুচি রেডি করে নিতে হবে। প্যানে বাটার দিয়ে, তাতে রসুন চার কোনা থেতোকরে দিয়ে কিছুক্ষন নারাচারা করে তাতে ক্যাপ্সিকাম পেয়াজ টমেটো দিয়ে একটু ভেজে নিতে হবে।

  4. 4

    এবারে ময়দা থেকে দুটো লেচি কেটে নিতে হবে, তার থেকে একটা লেচি নিয়ে প্যানে বড়করে গোলাকার রুটির মতো করে নিতে হবে।তাতে কাটা চামচ দিয়ে ফুটে করে দি তে হবে ও পিৎজা সস লাগাতে হবে।

  5. 5

    রুটির ওপর এবার কিছুটা চিজ দিতে হবে এবং তার ওপর ম্যাগীটা ছরিয়ে দিতে হবে ও এক এক করে ক্যাপ্সিকাম ও অন্যান্য জিনিস গুলো দিতে হবে। ও চিজ দিতে হবে।

  6. 6

    এবারে পিৎজা চারদিকে বাটার ব্রাশ করে দিতে হবে। প্যান টা ঢেকে দিতে হবে । আঁচ টা মাঝারি থাকবে। এই ভাবে ১২ মিনিট পর তৈরী হবে পিৎজা।

  7. 7

    এটি একটি সুস্বাদু পিৎজা তৈরী হোলো ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Dipanwita Roy
Dipanwita Roy @cook_26622482

মন্তব্যগুলি

Similar Recipes