ম্যাগি চাট (Maggi Chat recipe in Bengali)

Deepabali Sinha
Deepabali Sinha @cook_22411313

#MaggiMagicInMunites
#Collab
তোমরা ম্যাগীর নিশ্চয় অনেক কিছু তৈরি করেছো কিন্তু বন্ধুরা আমি তোমাদের একটা
নতুন ডিশ শেখাবো ম্যাগী দিয়ে তৈরি.........
নাম:=ম্যাগী চাট 😋

ম্যাগি চাট (Maggi Chat recipe in Bengali)

#MaggiMagicInMunites
#Collab
তোমরা ম্যাগীর নিশ্চয় অনেক কিছু তৈরি করেছো কিন্তু বন্ধুরা আমি তোমাদের একটা
নতুন ডিশ শেখাবো ম্যাগী দিয়ে তৈরি.........
নাম:=ম্যাগী চাট 😋

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৪জন
  1. ১প্যাকেট ম্যাগি
  2. ১টা বড় আলু সেদ্ধ
  3. ১টা বড় টমেটো কুচি
  4. ১টা মাঝারি পেঁয়াজ কুচি
  5. ৬০গ্রাম সাদা মটর সেদ্ধ
  6. ২চা চামচ ধনেপাতা কুচি
  7. ৩টে কাঁচা লঙ্কা কুচি
  8. প্রয়োজন মতলেবুর রস
  9. ২ চা চামচঝুড়িভাজা
  10. ২ চা চামচবেদনার দানা
  11. প্রয়োজন মতচাট মশলা
  12. স্বাদ অনুযায়ীবীট নুন
  13. পরিমাণমতোম্যাগী ম্যাজিক মশলা

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    সব উপকরণ সাজিয়ে নিলাম

  2. 2

    ম্যাগী সেদ্ধ করে ম্যাগী মশলা দিয়ে শুকিয়ে ঝরঝুরে করে ঠান্ডা করে নিতে হবে।

  3. 3

    একে একে সব উপকরণ একটা পাত্রে ঢালতে হবে।

  4. 4

    এরপর লেবুর রস বীটনুন চাট মশলা দিয়ে মিশিয়ে ম্যাগী ও বেদনা মিশিয়ে নিতে হবে।

  5. 5

    উপর থেকে ধনেপাতা ঝুড়িভাজা ও বেদনা ছড়িয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে হব..... ম্যাগী চাট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Deepabali Sinha
Deepabali Sinha @cook_22411313

Similar Recipes