ফুলকপি ও আলুর দম (phulkopi aloor dum recipe in Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

#GA4
#Week24
এই সপ্তাহে গোল্ডেন এপ্রনের ধাঁধা থেকে ফূলকপি বেছে নিলাম।একদম নিরামিষ, সাধারণত বাড়িতে পূজো হলে এই রান্নাটা হয়।

ফুলকপি ও আলুর দম (phulkopi aloor dum recipe in Bengali)

#GA4
#Week24
এই সপ্তাহে গোল্ডেন এপ্রনের ধাঁধা থেকে ফূলকপি বেছে নিলাম।একদম নিরামিষ, সাধারণত বাড়িতে পূজো হলে এই রান্নাটা হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৭-৮ জন
  1. ১টি মাঝারি সাইজের ফুলকপি
  2. ৮টি গোটা আলু হাফ করে নিয়েছি
  3. ১/২ কাপ টক দই
  4. ১ টি টমেটো
  5. স্বাদ মতোনুন
  6. ২ চা চামচ কাজু ও কিসমিস
  7. ২চা চামচ পোস্ত
  8. ১ চা চামচ গরমমশলা
  9. ১চা চামচ ঘি
  10. ১চা চামচচিনি
  11. ১চা চামচ আদা বাটা
  12. ১ চা চামচ লঙ্কা বাটা
  13. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  14. ১টিফোড়নের জন্যে তেজপাতা,
  15. ৪টি এলাচ,৪টি লবঙ্গ,২ টুকরো দারচিনি
  16. ২চা চামচসর্ষের তেল
  17. ৩চা চামচ সাদা তেল
  18. ১/২চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  19. ১/২ চা চামচজায়ফল ও জয়িত্রী গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে আলুর খোসা ছাড়িয়ে হাফ করে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি।ফুলকপি টুকরো করে কেটে ভাপিয়ে নিয়েছি।

  2. 2

    এবার কড়াইয়ে সাদা তেল গরম করে ফুলকপি নুন ও হলুদ মাখিয়ে ঢাকা দিয়ে দিয়ে অল্প আচে ভেজে নিয়েছি ।আলু ও এই ভাবে ভেজে নিলাম

  3. 3

    এবার সর্ষের তেল গরম করে গোটা গরমমশলা ও তেজপাতা ফোড়ন দিয়ে সুগন্ধ বেড়োলে আদা,লঙ্কা বাটা দিয়ে একটু ভেজে পোস্ত, কাজু, কিসমিস বাটা দিয়ে নাড়াচাড়া করে টমেটো বাটা দিয়ে নাড়িয়ে ফেটানো দই,হলুদ গুড়ো, কাশ্মীরী লঙ্কা গুড়ো দিয়ে ভালো করে কযিয়ে নিতে হবে

  4. 4

    এবার মশলার মধ্যে কপি ও ভাজা আলু দিয়ে নাড়তে হবে, ভালো করে কযিয়ে নিতে হবে, নুন ও চিনি দিতে হবে

  5. 5

    এবার তরকারির মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে ঢাকা দিতে হবে,যাতে ফুলকপি ও আলু সেদ্ধ হয়ে যায়।

  6. 6

    প্রায় ঘন হয়ে এলে জায়ফল,জয়িত্রী গুড়ো,গরমমশলা গুড়ো দিয়ে নাড়িয়ে,একটু ময়দা ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে ঘি দিয়ে নামিয়ে নিতে হবে

  7. 7

    এবার গরম গরম রুটি, পরোটা বা লুচি র সঙ্গে সার্ভ করুন।তরকারির ওপরে ধনেপাতা কুচি ও লঙ্কা দিয়েছি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes