ভোগের খিচুড়ি(Bhoger khichuri recipe in Bengali)

Suparna Dutta De
Suparna Dutta De @Suparna_27

ভোগের খিচুড়ি(Bhoger khichuri recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫মিনিট
৪ জনের জন্য
  1. ২০০গ্ৰাম গোবিন্দ ভোগ চাল
  2. ২০০গ্ৰাম মুগ ডাল শুকনো খোলায় ভাজা
  3. ১১/২ চা চামচ আদা বাটা
  4. ১চা চামচ হলুদ গুঁড়ো
  5. ৫-৬ টা কাঁচা লঙ্কা
  6. ১/২কাপ মটরশুঁটি
  7. ১/২কাপ নারকেল কুচি
  8. ৩ চা চামচ ঘি
  9. পরিমান মতোফোড়নের জন্য ২টো শুকনো লঙ্কা,২টো তেজপাতা,১চামচ পাঁচ ফোড়ন
  10. স্বাদ মতোনুন ও চিনি
  11. প্রয়োজন মতভাজা মশলা

রান্নার নির্দেশ সমূহ

৪৫মিনিট
  1. 1

    প্রথমে চাল ডাল মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করতে হবে।

  2. 2

    ফুটে উঠলে স্বাদ মতো নুন মিষ্টি ও হলুদ গুঁড়ো, মটরশুঁটি দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে চাপা দিয়ে রাখতে হবে।

  3. 3

    অন্য পাত্রে ঘি গরম করে নারকেল ভেজে তুলে নিয়ে সব ফোড়নের মশলা দিয়ে ভেজে নিতে হবে।

  4. 4

    ঐ চাল ডালের পাত্রের গ্যাস অন করে আদা বাটা দিয়ে টকবক করে ফুটিয়ে নিয়ে নারকেল সমেত ফোড়নটা ঢেলে নেড়েচেড়ে ভাজা মশলা মিশিয়ে নিলেই তৈরি অপূর্ব স্বাদের ভোগের খিচুড়ি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suparna Dutta De
Suparna Dutta De @Suparna_27

মন্তব্যগুলি

Similar Recipes