পাটিসাপটা (Patishapta recipe in bangla)

Krishna Bihari Saran
Krishna Bihari Saran @cook_29677203

#KastureesKitchen
শীতকালিন একটি পদ হলেও চাল গুড়ি যদি বাড়িতে মজুদ থাকে যে কোনো সময় করে খাওয়া যায়। নারকেল বা খোয়াক্ষীর উভয় দিয়ে বানানো যায়,সকলের প্রিয় পাটিসাপটা।

পাটিসাপটা (Patishapta recipe in bangla)

#KastureesKitchen
শীতকালিন একটি পদ হলেও চাল গুড়ি যদি বাড়িতে মজুদ থাকে যে কোনো সময় করে খাওয়া যায়। নারকেল বা খোয়াক্ষীর উভয় দিয়ে বানানো যায়,সকলের প্রিয় পাটিসাপটা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৪জন
  1. ১ কাপ চাল গুঁড়ো
  2. ২চা চামচ ময়দা
  3. ১ চিমটি নুন
  4. ১ চা চামচ চিনি গুঁড়ো
  5. ১ কাপ নারকেল কোরা
  6. ১/২ কাপ মিল্ক পাউডার
  7. ১/২ চা চামচ এলাচ গুঁড়ো
  8. 2টেবিল চামচ চিনি
  9. 10 টাকাজু(ছোট করে কাটা)
  10. ৫ টি কিসমিস (ছোট করে কাটা)
  11. পরিমাণ মতো জল
  12. ১ চা চামচ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    চাল গুঁড়ো, ময়দা, নুন, চিনি গুঁড়ো ও পরিমাণ মতো জল দিয়ে একটি পাতলা মিশ্রণ তৈরি করে ১০ মিনিট ঢেকে রাখতে হবে।

  2. 2

    একটি কড়াতে নারকেল কোরানো, মিল্ক পাউডার, চিনি, এলাচ গুঁড়ো দিয়ে অল্প আচে নাড়তে হবে। ভালো করে নাড়া হলে কাজু ও কিসমিস দিয়ে আবার ভালো করে মিশিয়ে নামিয়ে রাখতে হবে।

  3. 3

    একটি ননস্টিক তাওয়া তে তেল ব্রাস করে অল্প তরল মিশ্রণ দিয়ে গোল করে নাড়িয়ে গোলাকার রুটির মতো আকার করতে হবে।

  4. 4

    মাঝখানে নারকেলের পুর দিয়ে দুই দিক দিয়ে মুড়ে দুপিঠ ভালো করে সেকেন্ড নিলেই রেডি আমাদের পাটিসাপটা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Krishna Bihari Saran
Krishna Bihari Saran @cook_29677203

Similar Recipes