পাঞ্জাবী দই লস্যি(Panjabi doi lassi recipe in bengali)

Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

#পানীয

গরমে প্রাণ হাঁসফাঁস করছিল তাই আর না থাকতে পেরে ঘরে যা অল্প বিস্তর জোগার ছিল তাই দিয়েই তৈরি করে ফেললাম ঠান্ডা ঠান্ডা দই লস্যি দু গ্লাস ,প্লেন টা নাতির আর বিস্কুট গুঁড়ো দিয়ে আমি খেলাম,মনটা এতই লস্যি লস্যি করছিল যে স্টেপের ছবি আর তোলার টাইম হয় নি😂😂 আমি কিন্তু হাতে তৈরি করেছি,মিক্সি ব্যবহার করিনি কারণ মিক্সিতে দই ফাটলে দই লস্যির ক্ষেত্রে একদম ঘোল হয়ে যায় আর হাতে তৈরি করলে মুখে বেশ একটু দানা দানা লাগে

পাঞ্জাবী দই লস্যি(Panjabi doi lassi recipe in bengali)

#পানীয

গরমে প্রাণ হাঁসফাঁস করছিল তাই আর না থাকতে পেরে ঘরে যা অল্প বিস্তর জোগার ছিল তাই দিয়েই তৈরি করে ফেললাম ঠান্ডা ঠান্ডা দই লস্যি দু গ্লাস ,প্লেন টা নাতির আর বিস্কুট গুঁড়ো দিয়ে আমি খেলাম,মনটা এতই লস্যি লস্যি করছিল যে স্টেপের ছবি আর তোলার টাইম হয় নি😂😂 আমি কিন্তু হাতে তৈরি করেছি,মিক্সি ব্যবহার করিনি কারণ মিক্সিতে দই ফাটলে দই লস্যির ক্ষেত্রে একদম ঘোল হয়ে যায় আর হাতে তৈরি করলে মুখে বেশ একটু দানা দানা লাগে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৮ মিনিট
২ জন
  1. ১০ চা চামচ টক দই
  2. ৭ চা চামচ গুঁড়ো চিনি
  3. ২ চিমটি লবণ
  4. ২ চা চামচ লেবুর রস
  5. ১০ টুকরো আইস কিউব
  6. ৩ টেবিস্ক্যুট (যে কোন )
  7. পরিমাণ মতজল

রান্নার নির্দেশ সমূহ

৮ মিনিট
  1. 1

    প্রথমে একটা বেশ ডিপ পাত্র নিন তার মধ্যে দই চিনি লেবুর রস নুন আইস কিউব সব একসাথে নিয়ে একটা হুইসকার দিয়ে প্রথমে একটু মিশিয়ে নিন

  2. 2

    এরপর পরিমাণ মতো জল দিন,ভালো করে ফেটাতে থাকুন যতক্ষণ পর্যন্ত ফেনা ওপরে উঠে না আসে আমি ৮ মিনিট ফেটিয়েছি, যত বেশি টাইম নিয়ে ফেটাবেন তত ভালো হবে

  3. 3

    বিস্কুট গুঁড়িয়ে নিন, গ্লাসে লস্যি ঢালুন ওপর থেকে বিস্কুট গুঁড়ো ছড়িয়ে দিন ও লেবুর স্লাইড দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা দই লস্যি পান করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

Similar Recipes