দই - চিঁড়ে স্টাফড্ চকোলেট পাটিসাপ্টা (doi chire stuffed chocolate patisapta recipe in Bengali)

Disha D'Souza
Disha D'Souza @cook_12047897

#PPS
নতুন গুড় ছাড়া যেমন শীতকাল ভাবা যায়না তেমনি পাটিসাপটা ছাড়া পৌষ পার্বণ হয়না। তবে আজকাল আম, রোজ, স্ট্রবেরি, চকোলেট, কিবি, পান অনেক ফ্লেভারের পাটিসাপটা পাওয়া যায়। আমি চকোলেট ফ্লেভারটা বেছে নিয়েছি। তবে পুর হিসেবে নারকেল বা ক্ষীর দিয়ে যে চিরাচরিত ভাবে পাটিসাপটা হয় সেটার রদবদল ঘটিয়েছি। অনেকেই বিভিন্ন শারীরিক কারণে নারকেল বা ক্ষীর দিয়ে খেতে পারেন না। তাছাড়া বাঙালির শুভ অনুষ্ঠানে হোক বা পুজা পার্বণে হোক কিংবা নিদেনপক্ষে গরমকালে শরীর ঠান্ডা করতে হোক, দই - চিঁড়ের অবদান কিন্তু অনস্বীকার্য। এই দই - চিঁড়ে মাখা পুর হিসেবে পাটিসাপটাতে দিয়েছি। খুবই সহজ বানানো কিন্তু খেতে খুবই মজার।

দই - চিঁড়ে স্টাফড্ চকোলেট পাটিসাপ্টা (doi chire stuffed chocolate patisapta recipe in Bengali)

#PPS
নতুন গুড় ছাড়া যেমন শীতকাল ভাবা যায়না তেমনি পাটিসাপটা ছাড়া পৌষ পার্বণ হয়না। তবে আজকাল আম, রোজ, স্ট্রবেরি, চকোলেট, কিবি, পান অনেক ফ্লেভারের পাটিসাপটা পাওয়া যায়। আমি চকোলেট ফ্লেভারটা বেছে নিয়েছি। তবে পুর হিসেবে নারকেল বা ক্ষীর দিয়ে যে চিরাচরিত ভাবে পাটিসাপটা হয় সেটার রদবদল ঘটিয়েছি। অনেকেই বিভিন্ন শারীরিক কারণে নারকেল বা ক্ষীর দিয়ে খেতে পারেন না। তাছাড়া বাঙালির শুভ অনুষ্ঠানে হোক বা পুজা পার্বণে হোক কিংবা নিদেনপক্ষে গরমকালে শরীর ঠান্ডা করতে হোক, দই - চিঁড়ের অবদান কিন্তু অনস্বীকার্য। এই দই - চিঁড়ে মাখা পুর হিসেবে পাটিসাপটাতে দিয়েছি। খুবই সহজ বানানো কিন্তু খেতে খুবই মজার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৪ জন
  1. ১ কাপ মিষ্টি দই
  2. ১/২ কাপ চিঁড়ে
  3. ১ টেবিল চামচ কাজু - আমন্ড ছোট ছোট করে টুকরো করা
  4. ১/২ কাপ ময়দা
  5. ১/২ কাপ সুজি
  6. ১/৪ কাপ কোকো পাউডার
  7. ১/৪ কাপ চিনি
  8. ১ কাপ লিকুইড মিল্ক
  9. পরিমাণ মতরিফাইন্ড অয়েল ভাজার জন্য

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    প্রথমে বাটিতে মিষ্টি দই, চিঁড়ে, আমন্ড - কাজু কুচি মেখে নিন।

  2. 2

    একটি পাত্রে ময়দা, সুজি, কোকো পাউডার, দুধ ও চিনি একত্রে মেশান। কিছুক্ষন ঢেকে রেখে দিন।

  3. 3

    প্যানে তেল ব্রাশ করে দিন। এবার অল্প ব্যাটার দিয়ে দিন।

  4. 4

    হয়ে এলে উপরে দই-চিঁড়ে মাখা বিছিয়ে দিন। সাবধানে ধার বরাবর মুড়ে নামিয়ে নিন।

  5. 5

    আমি পাটিসাপটার উপরে হোয়াইট চকোলেট গলিয়ে দিয়েছি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Disha D'Souza
Disha D'Souza @cook_12047897

Similar Recipes