দই পরোটা (Doi parota recipe in bengali)

Suparna Dutta De
Suparna Dutta De @Suparna_27

#দইএর রেসিপি

দই পরোটা (Doi parota recipe in bengali)

#দইএর রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৪-৫ জন
  1. ২কাপ আটা + ময়দা
  2. ১/২কাপ জল ঝরানো টক দই
  3. ১/৩কাপ ঝুরি ভাজা গুড়িয়ে নেওয়া
  4. ৩-৪ চা চামচঘি+পরিমাণ মতো
  5. ২টেবিল চামচ ধনেপাতা কুচি
  6. ১-২টো কাঁচা লঙ্কা কুচি
  7. স্বাদ মতো নুন+মিষ্টি
  8. ১/৪টেবিল চামচ হলুদ গুঁড়ো
  9. ১ চা চামচধনে গুঁড়ো
  10. ২চা চামচজোয়ান

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    প্রথমে আটা ময়দা মিশিয়ে ৩-৪চামচ
    ঘি দিয়ে ময়ান দিয়ে স্বাদ মতো নুন, মিষ্টি,জোয়ান, হলুদ গুঁড়ো ও জল মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে।

  2. 2

    দই এর মধ্যে বাকি সমস্ত মশলা মিশিয়ে নিতে হবে।

  3. 3

    এবার ঐ আটা মাখা থেকে লেচি কেটে ভেতরে দই এর পুর দিয়ে বেলে ঘি দিয়ে ভেজে নিলেই তৈরি মজাদার স্বাদের দই এর পরোটা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suparna Dutta De
Suparna Dutta De @Suparna_27

মন্তব্যগুলি

Similar Recipes