দই বড়া (doi bora recipe in Bengali)

Tripti Sarkar
Tripti Sarkar @cook_20810460

#শিশুদের প্রিয় রেসিপি

দই বড়া (doi bora recipe in Bengali)

#শিশুদের প্রিয় রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১কাপবিউলির ডাল (৩-৪ ঘণ্টা ভিজিয়ে জল ঝরানো)
  2. ১কাপটক দই
  3. ১ টেবিল চামচভাজা জিরে গুঁড়ো
  4. পরিমান মতসাদা তেল
  5. স্বাদ মতবিট লবণ
  6. ১/২ চা চামচ গোটা জিরে
  7. স্বাদ মতলবন চিনি
  8. মিষ্টি চাটনির উপকরণ
  9. ১/২ কাপতেতুঁল
  10. স্বাদ মতগুড়
  11. ১/২ চা চামচগোটা জিরে
  12. ১ চিমটিহিং
  13. পুদিনার চাটনি বা গ্রীন চাটনি
  14. ১ কাপধনে পাতা
  15. ১কাপ পুদিনা পাতা
  16. ১"আদর টুকরো তিন চারটে
  17. স্বাদ মতোকাঁচা লংকা
  18. পরিমাণ মতঝুরি ভাজা
  19. স্বাদ মতলঙ্কার গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    জল ঝরানো ডাল,কাচা লংকা ও আদর টুকরো মিক্সিতে দিয়ে মিহি করে বেটে নিতে হবে। বাটার সুবিধার্থে সামান্য জল মেশানো যেতে পারে তবে কোনো মতেই বেশি জল দেওয়া যাবেনা,তাহলে কিন্তু বড়া ভাজা যাবেনা।বেটে নেওয়ার পর তার মধ্যে স্বাদ মতো লবন মিশিয়ে খুব ভালো করে মিশ্রণ টা ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না হাল্কা হয়ে আসে। ফেটানো ঠিক হোয়েছে কিনা বোঝার জন্য একটা পাত্রে একটু জল নিয়ে তাতে একটু ডালের মিশ্রণ ফেলে দিলে যদি ভেসে ওঠে তাহলে ভাজার জন্য সঠিক আছে।

  2. 2

    এবার কড়াইতে তেল দিয়ে মাঝারি গরম করে হাত জলে ভিজিয়ে নিয়ে এক টেবিল চামচ আন্দাজে মিশ্রণ নিয়ে তেলে গোলাকার ছেড়ে দিতে হবে, যতবার বড়া ছাড়তে হবে ততবার হাত জলে ভেজাতে হবে তাহলে বড়া ছাড়তে সুবিধা হবে।মাঝারি আঁচে ভাজতে হবে নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে ।ভাজার পর একটা পাত্রে জল নিয়ে বড়া গুলো জলে ছেড়ে দিতে হবে,কিছুক্ষণ পর বড়াগুলো হাল্কা হাতে জল চেপে নিংড়ে তুলে নিতে হবে।

  3. 3

    চাটনি গুলো বড়া ভাজার আগেই বানিয়ে রাখতে হবে। প্রথমে দই এর মিশ্রণ বানাতে হবে.....বেশ পরিমাণ মতো দই নিয়ে তাতে স্বাদ মতো বিটলবন ও চিনি এবং সামান্য ভাজা জিরের গুড়ো দিয়ে একটু ঠাণ্ডা জল সহযোগে ভালো করে মিশিয়ে রাখতে হবে।

  4. 4

    মিষ্টি চাটনি..... তেতুঁল হাল্কা গরম জলে ভিজিয়ে কাথ বার করে রাখতে হবে,তারপর কড়াইতে সামান্য তেল দিয়ে জিরে ও হিং ফোরণ দিয়ে তেতুঁল পাল্প টা ঢেলে দিতে হবে এবং গুড় আর লবণ টা নিজেদের স্বাদ মত দিয়ে বেশ ঘনো করে চাটনি বানাতে হবে

  5. 5

    পুদিনার চাটনি.....এক কাপ করে ধনেপাতা ও পুদিনা পাতা, টকদট, স্বাদ ও অনুসারে লবন আদার টুকরো ও তিন চারটে কাঁচালঙ্কা ও ভাজা জিরে গুড়ো একত্রে মিক্সিতে পেষ্ট করে নিতে প্রয়োজনে ঠান্ডা জল মেশানো যেতে পারে সামান্য।

  6. 6

    এরপর বাটির মধ্যে বরা নিয়ে প্রথমে দই এর মিশ্রণ তারপর চাটনি, তারপর মিষ্টি চাটনি একের পর এক দিয়ে ওপর থেকে ঝুড়িভাজা ও সামান্য লঙ্কার গুড়ো ছড়িয়ে পরিবেশন করতে হবে।

  7. 7

    বি: দ্র: সমস্ত চাটনি এবং দই ফ্রিজে ঠান্ডা করে তারপর পরিবেশন করলে আরো সুস্বাদু লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tripti Sarkar
Tripti Sarkar @cook_20810460

মন্তব্যগুলি

Similar Recipes