পটেটো স্টাফ গ্লাস ইডলি(Potato Stuffed Glass Idli recipe in Bengali)

RAKHI BISWAS
RAKHI BISWAS @ponka

#আলু
আলুতে অনেক ভিটামিন থাকে. আর আমরা আলু ছাড়া কোন রান্না ভাবতেই পারি না. ঝোলে ঝালে অম্বলে সবকিছুতেই আমাদের আলু চাই. তাই আমি ইডলির মধ্যে আলু ভরে গ্লাস ইডলি বানিয়েছি. যেটা ছোট থেকে বড়দের সবারই খুব ভালো লাগবে.

পটেটো স্টাফ গ্লাস ইডলি(Potato Stuffed Glass Idli recipe in Bengali)

#আলু
আলুতে অনেক ভিটামিন থাকে. আর আমরা আলু ছাড়া কোন রান্না ভাবতেই পারি না. ঝোলে ঝালে অম্বলে সবকিছুতেই আমাদের আলু চাই. তাই আমি ইডলির মধ্যে আলু ভরে গ্লাস ইডলি বানিয়েছি. যেটা ছোট থেকে বড়দের সবারই খুব ভালো লাগবে.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
3 জন
  1. ইডলির উপকরণ
  2. 1 বাটিসুজি
  3. 1 বাটিটক দই
  4. স্বাদমতোলবণ
  5. 1 চা চামচইনো
  6. সামান্যজল
  7. আলুর পুর
  8. 2 টিমিডিয়াম সাইজের আলু
  9. 2টেবিল চামচ তেল
  10. 1/2টেবিল চামচ গ্রেট করা আদা
  11. 1 টিকাঁচা লঙ্কা গ্রেট করা
  12. 1/2 চা চামচগোটা সরষে
  13. 1/4 চা চামচগোটা জিরা
  14. 1 টিগোটা শুকনো লঙ্কা
  15. 6-7 টিকারি পাতা
  16. 1/2 চা চামচকাশ্মীরি শুকনো লঙ্কাগুঁড়ো
  17. 1/2 চা চামচআমচুর পাউডার
  18. 1/2টেবিল চামচ সাম্বার মসলা
  19. 1/4 চা চামচচিনি
  20. 1/4 চা চামচহলুদ গুঁড়ো
  21. স্বাদমতোলবণ
  22. 1/4 চা চামচধনে গুঁড়ো
  23. ফোরণের উপকরণ
  24. 3টেবিল চামচ তেল
  25. 1 চা চামচকাশ্মীরি শুকনো লঙ্কাগুঁড়ো
  26. 1 চা চামচগোটা সরষে
  27. 1/2 চা চামচগোটা জিরা
  28. 10 টিকারি পাতা
  29. 1/2 চা চামচচাট মসলা
  30. 1/4 চা চামচবিট নুন
  31. 1/2 চা চামচজিরা গুঁড়ো
  32. 1 টিগোটা শুকনো লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    প্রথমে সুজি, টক দই আর সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে. একঘন্টা পরে সুজি ফুলে উঠবে.

  2. 2

    আলুর পুর বানানোর জন্য প্রথমে আলুর খোসা ছাড়িয়ে সেদ্ধ করে ভালো করে চটকে নিতে হবে. কড়াইতে তেল গরম করে সরষে, গোটা জিরা, গোটা শুকনো লঙ্কা, কারিপাতা ফোড়ন দিতে হবে. ফোরন একটু ফুটে উঠলে আদা কাঁচা লঙ্কা দিয়ে নেড়েচেড়ে আলু দিয়ে দিতে হবে. এবার এর মধ্যে একে একে লবণ,হলুদ, লঙ্কা, ধনে গুরো দিয়ে 3 মিনিটের মত লো আচে ভাজতে হবে. এবার এর মধ্যে আমচুর পাউডার, চিনি, সাম্বার মসলা দিয়ে আরো এক মিনিটের মতন ভেজে নিয়ে নেড়েচেড়ে নামাতে হবে.

  3. 3

    একঘন্টা পরে যে-পাত্রে স্টিম করা হবে সেই পাত্র জল দিয়ে গ্যাসে বসাতে হবে.সুজির মধ্যে ভালকরে লবণ একটু জল মিশিয়ে নিয়ে ঘন বেটার তৈরি করতে হবে. এবার এই সুজির মধ্যে ইনো দিয়ে তার উপর 1 টেবিল চামচ জল দিয়ে যখন ভুটভুটি কাটা শুরু করবে তখন ভালো করে মিশিয়ে নিতে হবে. এবার গ্লাস নিয়ে তার মধ্যে তেল দিয়ে ব্রাশ করে নিয়ে অর্ধেক গ্লাস ভর্তি করে সুজির বেটার ঢেলে আগে থেকে তৈরী করে রাখা আলু লম্বা সিলিন্ডারের আকারে গড়ে এরমধ্যে রাখতে হবে.

  4. 4

    এরপরে এর উপর থেকে বাকি সুজির বেটার ঢেলে দিতে হবে, কিন্তু গ্লাস উপর থেকে কিছুটা ফাঁকা রাখতে হবে পুরো ভরা যাবে না. এবার স্টিম করা পাত্রে গ্লাসগুলো গুলো বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য স্টিম করার জন্য রাখতে হবে. 15 মিনিট পরে একটি ছুরি বা কাঠি ঢুকিয়ে দেখতে হবে যদি ছুরি বা কাঠির গায়ে কিছু লেগে না থাকে তাহলে ঠিক ভাবে স্টিম হয়েছে. আর যদি লেগে থাকে তাহলে আরেকটু আরো পাঁচ মিনিটের জন্য স্টিম করতে হবে.

  5. 5

    ভালোভাবে স্টিম হয়ে গেলে গ্লাস গুলো বের করে নিয়ে একটু ঠান্ডা করে একটি ছুরির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ইডলি গুলো বের করে নিতে হবে. এবার একটি পাত্রে তেল গরম করে নিয়ে গ্যাসের আচ কমিয়ে দিয়ে এরমধ্যে গোটা সরষে, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা ফোরন দিয়ে একটু নেড়েচেড়ে এবার কারি পাতা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চাট মসলা, বিটনুন, জিরা গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে এবার এর মধ্যে 2 টেবিল চামচ জল দিয়ে এক একটা করে ইডলি দিয়ে সব জায়গায় ভাল করে ভেজে নিতে হবে. এইভাবে সবগুলো ভাজতে হবে.

  6. 6

    এবার সবগুলো নামিয়ে নিয়ে একটু ঠাণ্ডা হলে একটি ছুরির সাহায্যে গোল গোল করে কেটে নিয়ে যেকোনো চাটনির সাথে পরিবেশন করতে হবে.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
RAKHI BISWAS

Similar Recipes