গ্যাসে বানানো কাপ কেক (Gas e banano cup cake recipe in Bengali)

M. Bose. Mala
M. Bose. Mala @cook_28980925

যাদের ওভেন নেই তারা খুব সহজে বানাতে পারবে এই কাপ কেক

গ্যাসে বানানো কাপ কেক (Gas e banano cup cake recipe in Bengali)

যাদের ওভেন নেই তারা খুব সহজে বানাতে পারবে এই কাপ কেক

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ কাপ ময়দা
  2. ৩/৪ কাপ গুঁড়ো চিনি
  3. ১ চা চামচ বেকিং পাউডার
  4. ১/২ কাপ তেল / মাখন
  5. ১/৪ কাপ দুধ
  6. ১ চা চামচ ভ্যানিলা এসেন্স

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    একটি পাত্রে চিনি আর তেল দিয়ে ভালো করে ফেটিয়ে, ডিম আর ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে

  2. 2

    তারপরে আরেকটি পাত্রে ময়দা, বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে আস্তে আস্তে লিকুইড মিশ্রণ দিয়ে ভালো করে মিশিয়ে ছোটো ছোট স্টিলের গ্লাস এ ঢেলে দিতে হবে

  3. 3

    গ্যাসে একটি করাই বসিয়ে নুন দিয়ে কড়াই এ ঢাকা দিয়ে প্রি হিট করতে হবে ১০ মিনিট।

  4. 4

    তারপর ঢাকা খুলে গ্লাস বসিয়ে আরো ১২-১৫ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে মাঝারি আঁচে।

  5. 5

    তৈরি কাপ কেক

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
M. Bose. Mala
M. Bose. Mala @cook_28980925

Similar Recipes