ভ্যানিলা কাপ কেক (Vanilla Cup Cake Recipe In Bengali)

Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727

#ChooseToCook

আমি এই কাপ কেক বেক করতে ভালোবাসি কারন এটি বেক করতে যে উপকরন লাগে সেগুলো হাত বাড়ালেই রান্নাঘরে মজুদ থাকে। তৈরী করাও সহজ লাগে আমাকে। বেশ কয়েকদিন স্টোর করে রাখা যায়। এটি বাচ্ছাদের টিফিন এ দেয়া যায়। বিকেলে চা এর সাথে, ভ্রমণে গেলে বা বাড়ীতে অতিথি আসলে চা / কফির সাথে ভালো লাগে।

ভ্যানিলা কাপ কেক (Vanilla Cup Cake Recipe In Bengali)

#ChooseToCook

আমি এই কাপ কেক বেক করতে ভালোবাসি কারন এটি বেক করতে যে উপকরন লাগে সেগুলো হাত বাড়ালেই রান্নাঘরে মজুদ থাকে। তৈরী করাও সহজ লাগে আমাকে। বেশ কয়েকদিন স্টোর করে রাখা যায়। এটি বাচ্ছাদের টিফিন এ দেয়া যায়। বিকেলে চা এর সাথে, ভ্রমণে গেলে বা বাড়ীতে অতিথি আসলে চা / কফির সাথে ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৬ জন
  1. ১.৫ কাপ ময়দা
  2. ১ কাপচিনি
  3. ২টিডিম
  4. ১০০ গ্রামমাখন
  5. ১/২ কাপদুধ
  6. ১চা চামচভ্যানিলা এসেন্স
  7. ১চা চামচবেকিং পাউডার
  8. ১/৪চা চামচবেকিং সোডা
  9. ১/২ চা চামচনুন (সল্টি বাটার ব্যাবহার করলে নুন ১ চিমটি লাগবে)

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    চিনি গুঁড়ো করে নিয়েছি, বাড়ীতে তৈরি মাখন ১০০ গ্রাম একসঙ্গে ফেটিয়ে নিয়ে একে একে ডিম যোগ করে ফেটিয়ে নিতে হবে। এরপর ভ্যানিলা এসেন্স ও দুধ অল্প অল্প করে যোগ করে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  2. 2

    ময়দা তে নুন, বেকিং পাউডার ও বেকিং সোডা মিশিয়ে চেলে নিতে হবে। তারপর কেকের মিশ্রণের ময়দা অল্প অল্প যোগ করে হাল্কা হাতে মেশাতে হবে একই দিকে। ভালোভাবে মিশে গেলে। একটি কাপ কেক ট্রে তে কাপ কেক লাইনিং লাগিয়ে তার মধ্যে অর্ধেক অংশ ব্যাটার দিয়ে প্রি হিটেড ওভেন এ ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০ মিনিটের জন্য বেক করলেই তৈরি ভ্যানিলা কাপ কেক।

  3. 3

    বের করে একটি পাতলা কাঠি কেকের মধ্যে ঢুকিয়ে চেক করে নিতে হবে কেক তৈরি কি না। তারজন্য ১ টি পাতলা কাঠি ঢুকিয়ে দেখে নিতে হবে কাঠি টি বের করার পর যদি কিছু লেগে না থাকে তাহলে কেক এক্কেবারে তৈরি খাওয়ার জন্য। গরম গরম ও পরিবেশন করা যেতে পারে বা ঠাণ্ডা পরিবেশন করা যেতে পারে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727
আমি রান্না নিয়ে অনেক রকম ঘরোয়া গবেষনা করতে ভালোবাসি। প্রথাগত রান্না আমার খুবই প্রিয়। রান্নাবান্না আমার কয়েকটি সখের মধ্যে অন্যতম একটি।
আরও পড়ুন

মন্তব্যগুলি (2)

Zerin Humayra
Zerin Humayra @cook_38580068
আসসালামু আলাইকুম,,,আপনার ব্যবহৃত ,ভ্যনিলা এসেন্স এর নাম, কি??? বা পিক দিলে উপকৃত হবো

Similar Recipes