ডাল মোহিনী (dal mohini recipe in Bengali)

Suparna Dutta De
Suparna Dutta De @Suparna_27

ডাল মোহিনী (dal mohini recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৩-৪জন
  1. ১৫০ গ্ৰাম ছোলার ডাল
  2. ৪০০গ্ৰাম পটল
  3. ৩-৪টেবিল চামচ ঘি
  4. ১টি টমেটো
  5. ১ চা চামচ আদা বাটা
  6. ১ চা চামচ ধনে গুঁড়ো
  7. ১ চা চামচ জিরে গুঁড়ো
  8. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  9. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  10. ১/২ চা চামচ গোটা জিরা
  11. ১ +২+ ১ টা এলাচ, লবঙ্গ, তেজপাতা
  12. সামান্যহিং
  13. স্বাদ মতোনুন মিষ্টি
  14. ২-৩টে শুকনো লঙ্কা
  15. ১/২ চা চামচ গরম মসলা গুঁড়া
  16. ২০-২৫টা কিসমিস জলে ভিজিয়ে রাখতে হবে।
  17. ২-৩টে কাঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    ডাল সেদ্ধ করে নিতে হবে কিন্তু একদম গলে যাতে না যায়।দানা দানা থাকবে।

  2. 2

    পটল খোসা ছাড়িয়ে গোল গোল করে ১/২ইঞ্চির একটু কম মোট করে কেটে নিয়ে সামান্য নুন, হলুদ মাখিয়ে একটা পাত্রে ১১/২টেবিল চামচ ঘি নিয়ে ভালো করে ভেজে নিতে হবে।

  3. 3

    ভাজা হলে তুলে নিতে হবে।

  4. 4

    এবার ঐ পাত্রে বাকি ঘি দিয়ে শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়ে গুঁড়িয়ে রাখতে হবে।

  5. 5

    বাকি ঘি তে গোটা গরম মশলা, হিং,তেজপাতা,গোটা জিরে ফোড়ন দিতে হবে।

  6. 6

    সুন্দর গন্ধ বের হলে আদাবাটা,জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো,লঙ্কা গুঁড়ো,হলুদ ও টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  7. 7

    কষানো হয়ে গেলে সেদ্ধ ডাল টা দিয়ে ফুটতে দিতে হবে।

  8. 8

    ফুটে উঠলে স্বাদ মতো নুন মিষ্টি ও পটল ভাজা টা দিতে হবে।

  9. 9

    পরিমাণ মতো জল দিতে হবে।

  10. 10

    ঘন হয়ে এলে কাঁচা লঙ্কা চেড়া ও আগে থেকে জলে ভেজানো কিসমিস দিয়ে ফুটিয়ে গরম মশলা মিশিয়ে নামিয়ে নিতে হবে।

  11. 11

    উপর দিয়ে ঐ ভাজা লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভাত বা রুটি র সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Suparna Dutta De
Suparna Dutta De @Suparna_27

Similar Recipes