আম কাসুন্দি (Aam kasundi recipe in bengali)

Dolly Saha
Dolly Saha @cook_30392563

আম কাসুন্দি (Aam kasundi recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৩ টে বড় কাঁচা আম
  2. ৫০ গ্রাম সর্ষের তেল
  3. ১ চা চামচ গোটা জিরে
  4. ১ চা চামচ গোটা ধনে
  5. ৫০ গ্রাম কালো সর্ষে
  6. ৫০ গ্রাম সাদা সর্ষে
  7. ৬-৭ টি শুকনো লঙ্কা
  8. ৪টে তেজপাতা
  9. ৪-৫ টা কাঁচা লঙ্কা
  10. ১/২ চা চামচগোটা মেথি
  11. ১ চা চামচ মৌরি
  12. ১" আদা
  13. স্বাদ মত নুন
  14. ২ চা চামচ চিনি
  15. ৩ চা চামচ ভিনেগার
  16. ১.৫ কাপ গরম জল
  17. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে আম গুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নিতে হবে ।

  2. 2

    একটা গরম কড়াই তে জিরে,ধনে, শুকনো লঙ্কা, মেথি, তেজপাতা, মৌরি এই সমস্ত উপকরণ সামান্য ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে।

  3. 3

    দুরকম সর্ষে কে গরম কড়া ই তে সামান্য একটু গরম করে নিয়ে মিক্সি তে অল্প নুন দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে।

  4. 4

    আমের টুকরো গুলোর সাথে আদা টুকরো ও কাঁচা লঙ্কা গুলো একসাথে মিক্সি তে বা বেটে নিতে হবে।

  5. 5

    কড়াই তে তেল দিয়ে গরম করে তাতে আম বাটা, সর্ষে বাটা, তৈরী করা গুঁড়ো মশলা দিয়ে নাড়তে হবে । এবার এতে পরিমান মতো নুন, চিনি, হলুদ গুঁড়ো দিয়ে নাড়তে হবে । এবার দের কাপ মতো জল দিয়ে নাড়তে হবে যাতে কড়ার নীচে না লেগে যায় । কাসুন্দি একটু ঘন হয়ে এলে ভিনেগার দিয়ে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে পরিষ্কার বোতলে ভরে রাখতে হবে। এই ভাবে কাসুন্দি করলে সারা বছর ভালো থাকবে।

  6. 6

    আম কাসুন্দি বিভিন্ন স্ন্যাকসের সাথে খেতে খুব ভালো লাগে তাছাড়া বিভিন্ন রেসিপি করা যায় এই আম কাসুন্দি দিয়ে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dolly Saha
Dolly Saha @cook_30392563

মন্তব্যগুলি

Similar Recipes