মাছের মাথা দিয়ে মুগের ডাল(Rui Macher Matha Diye Mug Dal Recipe in Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

মাছের মাথা দিয়ে মুগের ডাল(Rui Macher Matha Diye Mug Dal Recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৩জন
  1. ১কাপ মুগ ডাল
  2. ২পিস রুই মাছের মাথা
  3. ১/২চা চামচ আদা বাটা
  4. ১/২চা চামচধনে গুঁড়ো
  5. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  6. ১/২চা চামচকরে নুন ও চিনি
  7. ১টি লঙ্কা
  8. ১চা চামচগরম মশলা
  9. চা চামচঘি
  10. প্রয়োজন মতফোড়ন-১/২চামচ পাঁচ ফোড়ন ও১টি শুখনো লঙ্কা ও ১টি তেজপাতা
  11. ১/২ চা চামচ রোষ্টেড জিরে মশলা
  12. প্রয়োজন মতোসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে মুগ ডাল শুখনো কড়াইয়ে ভেজে নিয়ে ১টি লঙ্কা দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি।

  2. 2

    এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে গরম হলে মাথায় নুন,হলুদ ও ১/২চামচ আটা মাখিয়ে ভেজে নিলাম।এবার ঐ তেলেই পাচঁফোড়ন,তেজপাতা ও লঙ্কা ফোড়ন দিয়ে ডাল ও পরিমান মতো জল দিয়ে ভালো করে নাড়তে হবে, নুন,হলুদ গুড়ো, লঙ্কা ও আদা বাটা, ধনে গুড়ো, চিনি দিয়ে নাড়িয়েও মাথা গুলো ভেঙে ডালে দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে।

  3. 3

    ভালো করে ফুটে ডাল ঘন হয়ে এলে গরমমশলা ও ঘি দিয়ে নামিয়ে নিতে হবে,ও ভাজা মশলা ছড়িয়ে দিতে হবে।

  4. 4

    এবার বাটিতে ডাল ঢেলে ওপরে ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes