রুই মাছের মাথা দিয়ে সোনা মুগের ডাল (rui macher matha diye sona mug dal recipe in Bengali)

Sunanda Das
Sunanda Das @cook_sunanda7

#মাছের রেসিপি
#ebook2
# জামাইষষ্ঠী
এই রেসিপি টি একটি অথেনটিক বাঙালি রেসিপি বাঙালি বিয়ে বাড়ি হোক বা অন্য যেকোনো অনুষ্ঠান হোক এই রেসিপি টি বানানো হয়েই আর জামাইষষ্ঠীর দিন এই ডাল না হলে চলে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে।

রুই মাছের মাথা দিয়ে সোনা মুগের ডাল (rui macher matha diye sona mug dal recipe in Bengali)

#মাছের রেসিপি
#ebook2
# জামাইষষ্ঠী
এই রেসিপি টি একটি অথেনটিক বাঙালি রেসিপি বাঙালি বিয়ে বাড়ি হোক বা অন্য যেকোনো অনুষ্ঠান হোক এই রেসিপি টি বানানো হয়েই আর জামাইষষ্ঠীর দিন এই ডাল না হলে চলে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

35 মিনিট
3 জন
  1. 4 টিরুই মাছের মাথা
  2. 1 কাপসোনা মুগ
  3. 2 টোপেঁয়াজের কুচি
  4. 1 টাটমেটোর কুচি
  5. 4 টাকাঁচা লঙ্কা
  6. 1 টাতেজপাতা আর
  7. 2 টো লাল শুকনো লঙ্কা
  8. 1/4 চা চামচগোটা জিরা
  9. 1/2টেবিল চামচ জিরে গুঁড়ো
  10. 1/2টেবিল চামচ ধনে গুঁড়ো
  11. 1/2টেবিল চামচ গরম মসলা গুঁড়ো
  12. 1টেবিল চামচ আদা রসুন বাটা
  13. 1/2টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো
  14. স্বাদ মতোনুন
  15. 1 চা চামচহলুদ
  16. স্বাদমতোচিনি
  17. 1টেবিল চামচ ঘি
  18. প্রয়োজন মতোতেল
  19. প্রয়োজন মতোজল

রান্নার নির্দেশ সমূহ

35 মিনিট
  1. 1

    প্রথমে মাছের মাথা নুন আর হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে ।আর ডাল ও শুকনো কড়াইয়ে ভেজে নিতে হবে ।

  2. 2

    এবার ডাল ভালো করে ধুয়ে নুন হলুদ কাঁচা লঙ্কা প্রয়োজন মতো জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে ।

  3. 3

    কড়াইয়ে তেল গরম হলে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিতে হবে তারপর নাড়তে হবে পেঁয়াজ ভাজা ভাজা হলে আদা রসুন বাটা আর বাকি সব মশলা টমেটো কুচি চিনি মাছের মাথা দিয়ে ভালো করে কষতে হবে ।

  4. 4

    কষা হলে ডাল দিয়ে ফুটতে দিতে হবে তারপর নাড়তে হবে ভালো করে ফুটে গেলে গরম মশলা গুঁড়ো আর ঘি ছড়িয়ে নামিয়ে নিতে হবে ।

  5. 5

    এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন রুই মাছের মাথা দিয়ে সোনা মুগের ডাল ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sunanda Das
Sunanda Das @cook_sunanda7
রান্না করতে আমি ভালোবাসি রান্না করে সবাইকে খাওয়াতে আমার ভালো লাগে রান্না আমাকে খুশি দেয় আর রান্নার প্রতি ভালোবাসা সব আমার মেয়ের জন্য ও নানারকমের খাবার খেতে ভালো বাসে তাই ওর জন্য নানান খাবার বানাতে বানাতে রান্নার প্রতি আগ্রহ টা যেন আর দ্বিগুন বেড়ে গেছে 💕💖😊
আরও পড়ুন

Similar Recipes