প্যান ফ্রায়েড অনিয়ন মোমো (pan fried onion momo recipe in bengali)

Saheli Mudi
Saheli Mudi @saheli_17944285
udaynarayapur howrah

প্যান ফ্রায়েড অনিয়ন মোমো (pan fried onion momo recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
১ জন
  1. ১/২ কাপময়দা
  2. ৪ টি পেঁয়াজ কুচি
  3. ২ টি লঙ্কা কুচি
  4. ৫ কোয়া রসুন কুচি
  5. ১ চিমটিলঙ্কা গুঁড়ো
  6. ১ চিমটি জিরে গুড়ো
  7. ১ চিমটি ধনে গুঁড়ো
  8. ১ চিমটি গরম মশলা গুড়ো
  9. ১ চিমটি গোলমরিচ গুড়ো
  10. স্বাদ মত নুন ও চিনি
  11. ১ টেবিল চামচ মাখন
  12. প্রয়োজন অনুযায়ীসাদা তিল, ধনেপাতা কুচি
  13. ১ টেবিল চামচ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে তেলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে রসুনকুচি,লংকাকুচি স্বাদমত নুন ও চিনি দিয়ে নাড়তে হবে।

  2. 2

    এবার লংকা গুড়ো, জিরে,ধনে গুড়ো, গরম মশলা গুড়ো দিয়ে নেড়েচেড়ে শেষে গোলমরিচ গুড়ো ছড়িয়ে নামিয়ে ঠান্ডা হতে দিতে হবে।

  3. 3

    এবার ময়দাতে নুন দিয়ে প্রয়োজনমত জল দিয়ে মেখে ১৫ মিনিট রেখে দিতে হবে।

  4. 4

    এবার ছোট ছোট লেচি কেটে নিতে হবে।

  5. 5

    এবার ময়দার সাহায্যে বেলে নিয়ে উপরে পেঁয়াজের পুর দিয়ে মোমোর আকারে বানিয়ে নিতে হবে।

  6. 6

    এবার স্টিমারে জল গরম বসিয়ে উপরে সাদা কাপড় রেখে জলের বাস্প উঠলে মোমো গুলো সাজিয়ে দিতে হবে।

  7. 7

    মোমো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে।

  8. 8

    এবার প্যানে বাটার দিয়ে রসুনকুচি, সাদা তিল ধনেপাতা কুচি ও সেদ্ধ মোমো গুলো দিয়ে নেড়ে চেড়ে গোলমরিচ গুড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Saheli Mudi
Saheli Mudi @saheli_17944285
udaynarayapur howrah
রান্না করতে ভাঌল লাগেনতুন কত কিছু,জোগাড়ের আয়োজনপড়ে না যেন পিছু।রান্না একটি শখের জিনিসমন দিলেই হয়,তেল, ঝাল, মশলাঠিক তাতে রয় ॥
আরও পড়ুন

Similar Recipes