লাজবাব  চিকেন ডিনামাইট (Lazwabab chicken dynamite recipe in Bengali)

Tanmana Dasgupta Deb
Tanmana Dasgupta Deb @Tanmana
Guwahati

লাজবাব  চিকেন ডিনামাইট (Lazwabab chicken dynamite recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫মিনিট
৪জন
  1. চিকেন ম্যারিনেট ও ফ্রাই করার উপকরণ:
  2. ২৫০গ্রাম বোনলেস চিকেন ব্রেস্ট
  3. ১টি ডিম
  4. ২ চা চামচ রসুন বাটা
  5. স্বাদ অনুযায়ীনুন
  6. ১চা চামচ লাইট সয়াসস
  7. ১চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
  8. ১/২ চা চামচ চাট মশলা (আমার কাছে ড্রাই অরেগ্যানো ছিলো না তাই ইন্ডিয়ান তরকা লাগালাম)
  9. ১চা চামচ প্যাপরিকা পাউডার (optional আমি একটু ঝাল পছন্দ করি তাই দিলাম 😁)
  10. ৩চা চামচ ময়দা
  11. ১/২কাপ কর্ণফ্লাওয়ার
  12. পরিমাণমতোরিফাইন্ড তেল
  13. চিল্ড সস উপকরণ:
  14. ২টেবিল চামচ ভেজ ম্যায়নেজ
  15. ২টেবিল চামচ টমেটো ক্যাচাপ
  16. ১চা চামচ চিলি সস
  17. ১/২চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
  18. ১/৪ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  19. ১/৪ চা চামচ প্যাপরিকা পাউডার (optional)
  20. স্বাদ মতোনুন
  21. পরিমাণ মতোপ্রেজেন্টেশনের জন্য ফ্রিজে রাখা ঠান্ডা বাঁধাকপির দুটি কচি পাতা।(আমার কাছে কোনো লেটুস পাতা ছিল না তাই)
  22. ১/২চা চামচ ধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

২৫মিনিট
  1. 1

    বোনলেস চিকেনগুলো কে ছোট ছোট টুকরো করে কেটে নেই।

  2. 2

    একটি বাটিতে চিকেন পিসগুলো নিয়ে এতে একটি ডিম ফেটিয়ে দেই।

  3. 3

    এবার এতে রসুন বাটা, সয়াসস,নুন,লাল লঙ্কার গুঁড়ো, পেপরিকা পাউডার ও চাট মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে ১৫ মিনিটের জন্য ম্যারিনেট করে ফ্রিজে রাখি।

  4. 4

    চিল্ড সস প্রিপারেশন:
    ম্যায়োনেজ, টমেটো ক্যাচাপ, লাল লঙ্কার গুঁড়ো,পেপরিকা পাউডার, গোলমরিচ গুঁড়ো, নুন ও চিলি সস ভালো করে মিশিয়ে নিয়ে ফ্রিজে রাখি।

  5. 5

    এখন ফ্রিজ থেকে ম্যারিনেটেড চিকেন বের করে আনি। এতে ৩চা চামচ ময়দা ও ১/২কাপ কর্ণফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নেই।

  6. 6

    ফ্রায়িং প্যানে তেল গরম করে চিকেন নাগেটস হাই ফ্লেমে ফ্রাই করি।

  7. 7

    এবার একটি বাটিতে সব ফ্রাইড চিকেন নাগেটস নিয়ে এতে চিল্ড সস মিশিয়ে নেই।

  8. 8

    এবার ঠান্ডা বাঁধাকপির পাতায় করে মিক্সড চিল্ড সস চিকেন নাগেটস রাখি ও তার ওপর অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে দেই।
    তোমরা অল্প স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে দিতে পারো।
    তৈরি চিকেন ডিনামাইট।
    সন্ধ্যায় এক কাপ চায়ের সাথে আর কি চাই?😋😋😋

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Tanmana Dasgupta Deb
Guwahati

মন্তব্যগুলি

Similar Recipes