চীজী বেকড টমেটো (Cheesy baked tomato recipe in Bengali)

Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

চীজী বেকড টমেটো (Cheesy baked tomato recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
2 জনের
  1. 2 টোবড় টমেটো
  2. স্টাফিং এর জন্য----
  3. 20 গ্রামপনির
  4. 30 গ্রামডাইসড মোজারেলা চীজ
  5. 4 টেকাঁচা লংকা কুচি
  6. 1 মুঠোধনেপাতা কুচি
  7. 1 চা চামচগোলমরিচ গুঁড়ো
  8. স্বাদমত নুন
  9. 1 চা চামচমিক্সড্ হার্বস্
  10. 1/4 চা চামচচিলি ফ্লেক্স
  11. উপরে ছড়াবার জন্য----
  12. 2 চা চামচডাইসড্ মোজারেলা চীজ, মিক্সড্ হার্বস্ আর চিলি ফ্লেক্স সামান্য পরিমানে

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    প্রথমে পনির গ্রেট করে নিতে হবে । টমেটো হাফ করে কেটে নিয়ে ভেতরের বীজের অংশ চামচ দিয়ে বের করে কুচিয়ে নিয়ে একটা পাত্রে রাখতে হবে ।

  2. 2

    এবার ঐপাত্রে গ্রেট করা পনীর, ডাইসড মোজারেলা চীজ, লংকা কুচি, ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়ো, স্বাদমত নুন, মিক্সড্ হার্বস্ আর চিলি ফ্লেক্স নিয়ে হালকা ভাবে চামচ দিয়ে মিশিয়ে নিয়ে স্টাফিং তৈরী করতে হবে ।

  3. 3

    টমেটোর চারটে টুকরোর মধ্যে সমানভাবে স্টাফিং ভরে উপর থেকে 1/2 চামচ চীজ, সামান্য মিক্সড হার্বস্ আর সামান্য চিলি ফ্লেক্স ছড়িয়ে দিতে হবে ।

  4. 4

    বেকিং ট্রে গ্রীজ করে টমেটো গুলো সাজিয়ে কনভেকশান মোডে 170℃ এ প্রিহিটেড ওভেনে 15 মিনিট বেক করে নিতে হবে ।

  5. 5

    গরম গরম সার্ভ করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

Similar Recipes