মাছের ডিমের বড়ার ডালনা (macher dimer borar dalna recipe)

Nandini Mukherjee Ghosh
Nandini Mukherjee Ghosh @Nandini_94

মাছের ডিমের বড়ার ডালনা (macher dimer borar dalna recipe)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২০০ গ্রাম মাছের ডিম
  2. ১ টা পেঁয়াজ কুচি
  3. ১/২ চা চামচ হলুদ গুড়ো
  4. ২-৩ টে কাঁচালঙ্কা কুচি
  5. ২-৩ চা চামচ বেসন
  6. স্বাদমতোনুন
  7. ঝোল বানানোর জন্য 👇
  8. ১ টা বড় সাইজের আলু ডুমো করে কাটা
  9. ১ টা বড় পেয়াজ বাটা
  10. ১/২ চা চামচরসুন বাটা
  11. ১ টা টমেটো কুচি
  12. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  13. ১/২ চা চামচ লঙ্কার গুঁড়ো
  14. ১/২ চা চামচ জিরের গুঁড়ো
  15. ১/২ চা চামচগরম মশলা গুঁড়ো
  16. স্বাদমতনুন
  17. স্বাদমতোচিনি
  18. ১ টা তেজপাতা + গোটা জিরে

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে মাছের ডিম ভালো ভাবে ধুয়ে নেব। এবার একে একে সব উপকরণ মিশিয়ে তেলে বড়ার আকারে ভেজে নেব

  2. 2

    এবার তেলে জিরে তেজপাতা ফোড়ন দেব। আলু গুলো ছেড়ে দেব। হালকা ভাজা হলে পেয়াজ বাটা দেব। রসুন বাটা দিয়ে ভাজব।

  3. 3

    এবার টমেটো কুচি দিয়ে ভাজব ২ মিনিট মতো। এবার একে একে সব গুড়ো মশলা দিয়ে কষাব।নুন,চিনি দেব।

  4. 4

    কষানে হয়ে গেলে পরিমান মতো জল দেব। ভাজা বড়া গুলো ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে রাখব আলু সেদ্ধ হওয়া অবধি। নামাবার আগে গরম মশলা গুড়ো মিশিয়ে ঢাকা দিয়ে রাখব।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nandini Mukherjee Ghosh

মন্তব্যগুলি (10)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
Hi dear 🙋
Your all recipes are superb and tasty.You can check my profile if u wish😊😊

Similar Recipes