মাছের ডিমের বড়া দিয়ে কারি (Macher dimer bora diye curry recipe in Bengali)

Saheli Ghosh Rini
Saheli Ghosh Rini @sahelirini40

এটা সব আমিষ রান্নাঘরের বড়ো প্রিয় রেসিপি। ছোট বড়ো সবার কাছেই ভাল লাগার রেসিপি। তাই ত বারেবারে বানিয়ে ফেলা।
#sarekahon
#cookpad

মাছের ডিমের বড়া দিয়ে কারি (Macher dimer bora diye curry recipe in Bengali)

এটা সব আমিষ রান্নাঘরের বড়ো প্রিয় রেসিপি। ছোট বড়ো সবার কাছেই ভাল লাগার রেসিপি। তাই ত বারেবারে বানিয়ে ফেলা।
#sarekahon
#cookpad

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘনটা
৪জন
  1. ৫০০গ্রাম মাছের ডিম
  2. ১ টা আলু বড়ো ডুমো ডুমো করে কাটা
  3. ১চা চামচজিরে গুঁড়ো
  4. স্বাদমতোনুন
  5. ৭টিকাঁচা লঙ্কা
  6. ৩টিপেঁয়াজ
  7. ১টেবিল চামচআদা রসুন বাটা
  8. ২ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ১চা চামচগরম মশলা গুঁড়ো
  10. ২টেবিল চামচবেসন

রান্নার নির্দেশ সমূহ

১ঘনটা
  1. 1

    প্রথমে মাছের ডিম হাল্কা গরমজলে ভাপিয়ে নিয়ে ছেকে নিতে হবে। তারপর পেয়াজকুচি,লংকাকুচি বেসন, নুন,একসাথে মেখে নিয়ে গরম তেলে বড়ার আকারে ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    তারপর তেল দিয়ে আলু গুলো হালকা বাদামী করে ভেজে নিতে হবে। সেই তেলে সব বাটা মশলা দিয়ে কষিয়ে আবার ভেজে রাখা আলু দিয়ে গরমজল ঢেলে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা ডিমের বড়া ঢেলে ৫ মিনিট কম আঁচে রেখে ওপর থেকে গরমমশলা গুড়ো আর কাচা লংকা চিড়ে নামিয়ে গরম গরম মাছের ডিম বড়া পরিবেশন করুন।

  3. 3

    গরমজল ঢেলে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা ডিমের বড়া ঢেলে ৫ মিনিট কম আঁচে রেখে ওপর থেকে গরমমশলা গুড়ো আর কাচা লংকা চিড়ে নামিয়ে গরম গরম মাছের ডিম বড়া পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Saheli Ghosh Rini
Saheli Ghosh Rini @sahelirini40

Similar Recipes