ডিমের ডালনা (Dimer Dalna recipe in Bengali)

Mallika Biswas
Mallika Biswas @cook_25321273

#দৈনন্দিন রেসিপি।ডিম ও আলু দিয়ে তৈরী।ভাত , রুটি ,পরোটা ,পুরি সবার সঙ্গেই খাওয়া যায়।খুব সুস্বাদু। সহজেই উপলব্ধ।

ডিমের ডালনা (Dimer Dalna recipe in Bengali)

#দৈনন্দিন রেসিপি।ডিম ও আলু দিয়ে তৈরী।ভাত , রুটি ,পরোটা ,পুরি সবার সঙ্গেই খাওয়া যায়।খুব সুস্বাদু। সহজেই উপলব্ধ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০ মিনিট
২ জনের জন্য
  1. ৪ টে ডিম সিদ্ধ করা
  2. ১ টা আলু ডুমো করে কাটা
  3. ১ টা পেঁয়াজ
  4. ৮ কোয়া রসুন
  5. ১ ইঞ্চি আদা
  6. ১/২ চা চামচঘি
  7. ১ চা চামচ জিরে গুঁড়ো
  8. ১ চা চামচহলুদ গুঁড়ো
  9. ১/২ চা চামচলংকা গুঁড়ো
  10. ১ চা চামচ চিনি
  11. স্বাদ মত নুন
  12. ১/২টমেটো
  13. ১/২ ক্যাপ্সিকাম (ছোট) কুচি করা
  14. পরিমাণ মতো তেল
  15. ১/২ চা চামচগরম মসলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

১০ মিনিট
  1. 1

    প্যানে হাফ চামচ তেল গরম করে একটু হলুদ, নুন দিয়ে আলু ও ডিম ভেজে নিতে হবে।

  2. 2

    আবার প্যানে তেল গরম করে শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন দিয়ে ক্যাপ্সিকাম কুচিটা সাতলাতে হবে।

  3. 3

    এবার আদা,রসুন,পেঁয়াজ,টমেটো একসাথে পেস্ট বানিয়ে ক্যাপসিকামের সাথে মেশাতে হবে।

  4. 4

    দু চামচ জল দিয়ে দু মিনিট কষিয়ে হলুদ গুঁড়ো,লঙ্কাগুঁড়ো,জিড়ে গুঁড়ো, আলু, নুন আর অল্প অল্প জল দিয়ে কষাতে হবে।

  5. 5

    5 মিনিট এভাবে কষানোর পর দেড় কাপ জল মিশিয়ে ঢাকা দিতে হবে।

  6. 6

    আলু গুলো সিদ্ধ হয়ে এলে এবং ঝোলটা একটু ঘন হলে ডিমটা দিয়ে ভালোভাবে মিশিয়ে ঘি এবং গরম মসলা দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।

  7. 7

    দুমিনিট বাদে ঢাকা খুলে তেল উপরে ভেসে উঠলে গরম মসলা ও চিনিটা মিশিয়ে,নামিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mallika Biswas
Mallika Biswas @cook_25321273

Similar Recipes