রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

10 মিনিট
2 জন
  1. 1 টাক্যাপ্সিকাম বড় সাইজ
  2. 3 কাপবাসমতি চালের ভাত
  3. 1 টা পেঁয়াজ বড় সাইজ কুচি করা
  4. 1 চা চামচকালো সর্ষে
  5. 1 টেবিল চামচচিনা বাদাম
  6. 1 চা চামচবিউলির ডাল
  7. 1 চা চামচজিরা
  8. 1 চা চামচধনে
  9. 2 টোশুকনো লঙ্কা
  10. 2 টেবিল চামচসাদা তেল
  11. 8-10 টাকাজু
  12. 10-12 টাকিশমিশ
  13. 2 টোকাঁচালঙ্কা চেরা
  14. স্বাদমতনুন
  15. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  16. 1 টেবিল চামচঘি

রান্নার নির্দেশ সমূহ

10 মিনিট
  1. 1

    প্রথমে ক্যাপ্সিকাম সরু সরু লম্বা করে কেটে নিয়ে ধুয়ে নিতে হবে

  2. 2

    এবার জিরে, ধনে, শুকনো লঙ্কা, চিনা বাদাম আর বিউলির ডাল শুকনো খোলায় ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে

  3. 3

    এবার একটা কড়ায় তেল গরম করে ওতে সর্ষে ফোঁড়ন দিয়ে ওতে পেঁয়াজকুচি দিয়ে ভাজতে হবে

  4. 4

    এবার ওতে কাঁচালঙ্কা চেরা আর ক্যাপ্সিকাম দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে

  5. 5

    এবার ওতে নুন, গরম মশলা গুঁড়ো আর ঐ তৈরি করে রাখা ভাজা মশলা গুঁড়ো দিয়ে কিছুক্ষন নাড়াচাড়া করে ওতে ভাত দিয়ে হাল্কা হাতে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 - 3 মিনিট লো ফ্লেমে রান্না করতে হবে

  6. 6

    এবার একটা ছোটো প্যানে ঘি গরম করে ওতে কাজু আর কিশমিশ হাল্কা করে ভেজে নিয়ে ভাতের সাথে মিশিয়ে নামিয়ে নিতে হবে

  7. 7

    এবার গরম গরম ক্যাপ্সিকাম রাইস যেকোনো গ্রেভির সাথে সার্ভ করতে হবে। এটা শুধু ও খাওয়া যায়। আমি এখানে মাটন কষার সাথে সার্ভ করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today

মন্তব্যগুলি (4)

Similar Recipes