ক্যাপ্সিকাম এগ পুর (Capsicum egg pur recipe in bengali)

Supriti Paul
Supriti Paul @cook_26208681

#রোজকারসব্জী
#Week4
#ক্যাপ্সিকাম
খেতে খুব ভালো । খুবই কম সময়ে তৈরী হয় । বাড়ির সবাই খুব পছন্দ করে ।

ক্যাপ্সিকাম এগ পুর (Capsicum egg pur recipe in bengali)

#রোজকারসব্জী
#Week4
#ক্যাপ্সিকাম
খেতে খুব ভালো । খুবই কম সময়ে তৈরী হয় । বাড়ির সবাই খুব পছন্দ করে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
3 জন
  1. 2 টোবড় সবুজ ক্যাপ্সিকাম
  2. 3 টিস্লাইস ব্রাউন ব্রেড
  3. 4 টিডিম
  4. 3 টিমাঝারি সাইজ পিঁয়াজ কুচি
  5. 2 টোকাঁচালঙ্কা কুচি
  6. 1 টিটমেটো কুচি
  7. 2 চা চামচগাজর কুচি
  8. 1/2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  9. স্বাদমতোনুন
  10. 2টেবিল চামচ তেল

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    প্রথমে ক্যাপ্সিকাম 1 ইঞ্চি সাইজ করে গোল করে কেটে নিলাম । পিঁয়াজ, টমেটো, কাঁচালঙ্কা, গাজর কুচি করে কেটে নিলাম ।

  2. 2

    ব্রেড টোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নিলাম ।

  3. 3

    এবার সব কুচি করা ক্যাপ্সিকাম, পিঁয়াজ, টমেটো, গাজর, কাঁচালঙ্কা ও নুন দিয়ে একসাথে মিশিয়ে, 4 টি ডিম ফাটিয়ে, সব একসাথে ফেটিয়ে নিলাম ।তৈরী হল ডিমের মিশ্রণ ।

  4. 4

    এবার প্যান গরম করে তাতে 1 টেবিল চামচ তেল দিয়ে অল্প গরম করে, গোল করে কেটে রাখা ক্যাপ্সিকাম দিয়ে, তারমধ্যে ডিমের মিশ্রণ চামচের সাহায্যে ভিতরটা ভর্তি করে দিলাম । এটি কম আঁচে করতে হবে ।

  5. 5

    একদিক হয়ে গেলে 3 মিনিট পর উল্টো দিক করে দিলাম । এইভাবে সব গুলোই করে নিলাম ।

  6. 6

    সব কটাই বানিয়ে নিয়ে টমেটো শস দিয়ে গরম গরম পরিবেশন করলাম ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Supriti Paul
Supriti Paul @cook_26208681

Similar Recipes