রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40-45 মিনিট
2 জন
  1. 2 টোডিম
  2. 1 টা টমেটো খুব ছোট করে কাটা
  3. 1 টাপেঁয়াজ কুচি করে কাটা
  4. 1টেবিল চামচধনে পাতা কুচি
  5. 3 টেকাঁচালঙ্কা ছোট করে কাটা
  6. স্বাদ মতোনুন
  7. স্বাদ মতমিষ্টি
  8. 1/2 চা চামচগরম মসলা গুঁড়া
  9. 2টেবিল চামচ ফ্রিজ বাটার
  10. 2টেবিল চামচফ্রেশ ক্রিম
  11. 2টেবিল চামচকাজু বাদাম বাটা
  12. 1 ইঞ্চিআদা
  13. 8-9কোয়া রসুন
  14. 1/2 চা চামচহলুদ
  15. 1 চা চামচকাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো
  16. 8-10 টাকিসমিস ভেজানো

রান্নার নির্দেশ সমূহ

40-45 মিনিট
  1. 1

    1 চা চামচ টমেটো কুচি, 1 চা চামচ পেঁয়াজ কুচি ও ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি ডিমের সাথে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে

  2. 2

    এইবার একটি স্টিলের প্লেট বা অ্যালুমিনিয়ামের প্লেট ভালো করে বাটার দিয়ে ব্রাশ করে সেই ফাটানো ডিমের মিশ্রণটি ঢেলে দিয়ে ধাকা দিয়ে স্টিমে বেশ কিছুক্ষণ হতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে যায়।

  3. 3

    ডিম সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে চিজ গ্রেট করে ভালোভাবে সম্পূর্ণ ডিমের উপর ছড়িয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে চিজ মেলট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে চিজ মেলট হলে প্লেট স্টিম থেকে নামিয়ে নিতে হবে।

  4. 4

    এইবার বাকি টমেটো ও পেঁয়াজ আর তার সাথে কাঁচা লংকা, আদা ও রসুন ভালো করে পেস্ট করে নিতে হবে। করায় গরম হলে 1 টেবিল চামচ বাটার দিয়ে বাটা মশলা দিয়ে ভাল করে নাড়তে হবে ওপর থেকে হলুদ ও শুকনো লঙ্কা দিয়ে ভালো করে কষাতে হবে।

  5. 5

    মসলা কষানো হয়ে গেলে একটু গরম জল দিয়ে কিসমিস গুলো দিয়ে দিতে হবে। জল ফুটে উঠলে তার মধ্যে পরিমাণমতো নুন দিয়ে নাড়তে হবে তারপর গরম মশলা গুঁড়ো ও কাজু বাদাম বাটা দিয়ে নাড়াচাড়া করতে হবে নামানোর আগে ওপর থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়ে পরিমাণমতো মিষ্টি দিয়ে ও বাকি বাটার দিয়ে একটু নাড়াচাড়া করে ফ্লেম বন্ধ করে দিতে হবে।

  6. 6

    এইবার একটি প্লেটের মধ্যে গ্রেভিটি দিলে তার ওপরে চিজ এগ দিয়ে সাজিয়ে গরম গরম রুটি, পরোটা, লুচি বা নান, পছন্দ মত ডিস এর সাথে পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sneha Banerjee
Sneha Banerjee @Sneha_foodshop
Sneha Banerjee Akhansha,P-45/1C, Ramnarayan Pally,Behala Malirmat KOLKATA, WEST BENGAL 700061 India

Similar Recipes