রসবলী (ওড়িশার)(rasabali recipe in Bengali)

Nabanita Samanta
Nabanita Samanta @nabanitasona

#fc
#week1
র‌থযাত্রা উপলক্ষে জগন্নাথের জন্য বানালাম এই ভোগটি

রসবলী (ওড়িশার)(rasabali recipe in Bengali)

#fc
#week1
র‌থযাত্রা উপলক্ষে জগন্নাথের জন্য বানালাম এই ভোগটি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা ৩০ মিনিট
২ জন
  1. ৭৫০ গ্রাম +৫০০ গ্রামদুধ, দুধের ছানা
  2. ১চা চামচ ময়দা
  3. ৪ টেবিল চামচ চিনির গুঁড়ো
  4. ১/২ চা চামচ এলাচের গুঁড়ো
  5. ১/৪ চা চামচ খাবার সোডা
  6. প্রয়োজন অনুযায়ীসাজানোর জন্য পেস্তা কুচি
  7. পরিমাণ মতভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা ৩০ মিনিট
  1. 1

    প্রথমে ৫০০ গ্রাম দুধের ছানা কাটিয়ে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে।

  2. 2

    এবার একটা পাত্রে ছানা নিতে হবে। এবং ভালো করে ছানাটা ম্যাশ করতে হবে ৩-৪ মিনিট। এরপর ছানার মধ্যে ১ চামচ ময়দা, ১ চামচ চিনির গুঁড়ো ও ১/৪ চামচ এলাচের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে ম্যাশ করতে হবে ১-২ মিনিট। শেষে ওর মধ্যে ১/৪ চামচ খাবার সোডা দিয়ে ১-২ মিনিট ভালো করে ম্যাশ করতে হবে ।

  3. 3

    এবার ছানাটার থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে গোল বলের আকারে বানিয়ে হাতের সাহায্যে চেপে দিতে হবে । তারপর মাঝখান থেকে একটা আঙ্গুল দিয়ে ফুটো করে নিতে হবে । তারপর ডুবো তেলে ভেজে নিতে হবে ব্রাউন করে।

  4. 4

    এবার অন্য কড়াতে ৭৫০ গ্রাম দুধ ফোটাতে দিতে হবে । যখন ৭৫০ গ্রাম দুধটা ১/৪ মরে আসবে, তখন ওর মধ্যে ৩ চামচ চিনির গুঁড়ো, সামান্য এলাচের গুঁড়ো দিয়ে নেড়ে ভেজে রাখা ছানার বড়া গুলো দিতে হবে । এবং গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে ফোটাতে হবে ১৫ মিনিট । দুধের মালাইটা বেশি ঘন হবে না । এবার গ্যাস বন্ধ করে রসোবলি ঠান্ডা করে ২ ঘন্টা ফ্রিজে রেখে তারপর পরিবেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nabanita Samanta
Nabanita Samanta @nabanitasona

Similar Recipes