রসোগোল্লা (rosogolla recipe in bengali)

Aparna Bhowmik
Aparna Bhowmik @cook_apu

#fc
#week1
জগন্নাথ দেবের ৫৬ রকম ভোগের মধ্যে এটা একপ্রকারের

রসোগোল্লা (rosogolla recipe in bengali)

#fc
#week1
জগন্নাথ দেবের ৫৬ রকম ভোগের মধ্যে এটা একপ্রকারের

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩ জনের
  1. ১ লিটার দুধ
  2. ৬০০ গ্ৰাম চিনি
  3. ৬০০ মি লি জল
  4. ১ চা চামচ ময়দা
  5. ২ টো এলাচ
  6. ছানার জল পরিমাণ মতো

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে দুধ জ্বাল দিয়ে ছানার জল দিয়ে ছানা তৈরি করে নিতে হবে। ছানা তৈরি হয়ে গেলে একটা সাদা কাপড়ে দিয়ে ছানার জল ঝড়িয়ে নিতে হবে। তারপর ছানাটাকে ধুয়ে কাপড়ে করে ২ ঘন্টার জন্য ঝুলিয়ে রাখতে হবে।

  2. 2

    তারপর কাপড় থেকে বারকরে রুটি বেলার চাক্বির মধ্যে অথবা কাঠের বারকোসে নিয়ে ১ চা চামচ ময়দা, ১টা এলাচের গুঁড়ো মিশিয়ে হাতের তালু দিয়ে আস্তে আস্তে করে ১০ মিনিট ধরে ডলে নিতে হবে খেয়াল করতে হবে ছানা থেকে বেশী পরিমাণে ঘি ছুটে না যায়।

  3. 3

    ছানা ভালো করে মাখা হয়ে গেল গোল গোল করে বল তৈরী করে নিতে হবে।

  4. 4

    তারপর কড়াতে চিনি, ১ টা এলাচ ফাটিয়ে আর জল দিয়ে ফুটিয়ে নিতে হবে।যখন চিনির সিরাটা ফুটে উঠবে সাথে সাথে ছানার বল গুলো আস্তে আস্তে চিনির সিরার মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসের আঁচটা যাতে বারানো থাকে। ৮ -৯ মিনিট ফুটে উঠলে গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে আরো ৭ মিনিট ফুটিয়ে নিতে হবে সাথে কড়াইয়ের গা দিয়ে আস্তে আস্তে ১ কাপ কুম কুম গরম জল মেসাতে হবে। তারপর গ্যাসটা বন্ধ করে দিতে হবে। রসোগোল্লা গুলো কড়াতে রেখে ৩-৪ ঘন্টা ধরে ঠান্ডা করে নিতে হবে।

  5. 5

    ঠাণ্ডা হয়ে গেলে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Aparna Bhowmik
Aparna Bhowmik @cook_apu

Similar Recipes